Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহাম্মদপুরে আধুনিক গণশৌচাগার উদ্বোধন করেছে ডিএনসিসি

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাধারণ পথচারী ও নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে মোহাম্মদপুর বিআরটিসি বাস্ট্যান্ডের কাছে একটি আধুনিক সুবিধাসম্বলিত গণশৌচাগারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মোহাম্মদ ওসমান গনি বেলুন উড়িয়ে এ গণশৌচাগার উদ্বোধন করেন। ওয়াটার এইডের সহযোগিতায় ডিএনসিসি এলাকায় এ পর্যন্ত ১৫টি গণশৌচাগারের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনকালে মোহাম্মদ ওসমান গণি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে এভাবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি বলেন, শেখ হাসিনা আগুন জ্বালাতে আসেননি বরং আঁধারে প্রদীপ জ্বালাতে এসেছেন। তাইতো আজ বাংলাদেশের প্রতিটি ঘরে-ঘরে বিদ্যুতের আলো। গণশৌচাগারটি সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য সবার প্রতি তিনি আহŸান জানান।
প্যানেল মেয়র বলেন, কিছু প্রতিষ্ঠা করা যতটা কঠিন তার চেয়ে অনেক কঠিন তা রক্ষণাবেক্ষণ করা। আজকের গণশৌচাগারটি উদ্বোধনের ফলে রাজধানীর সামগ্রিক পাবলিক স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ক্রমবর্ধমান পাবলিক স্যানিটেশন চাহিদা পূরণের ধারাবাহিকতায় আরো একটি দৃষ্টান্ত স্থাপিত হলো।
ওয়াটারএইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় ডিএনসিসির অধীনে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের পাশে স্থাপিত এ আধুনিক গণশৌচাগারটি সাধারণ নাগরিক এবং এ অঞ্চলে চলাচলরত জনগণের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। আধুনিক ও দৃষ্টিনন্দন, প্রতিবন্ধীবান্ধব এই গণশৌচাগারে নারী ও পুরুষদের জন্য আলাদা চেম্বার, হাত ধোয়া ও গোসল করার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎ, স্যানিটারি ন্যাপকিন, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্নকর্মী ও মহিলা কেয়ারটেকারের ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য, গণশৌচাগার সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডিএনসিসি, ঢাকা ওয়াসা এবং ওয়াটারএইড বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির আওতায় ডিএনসিসি এলাকায় মোট ১৫টি গণশৌচাগার স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব, ডিএনসিসি এবং ওয়াটারএইড বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ