Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সা¤প্রদায়িক উস্কানিদাতা শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে

কক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের সম্মেলনে ড. খালিদ হোসেন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন বলেন, যারা প্রগতিবাদী তকমা লাগিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। যারা প্রতিহিংসা পরায়ন হয়ে মাদারাসা শিক্ষার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাদের অপসারণ করা দরকার। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামী ছাত্র সমাজ দেশের ঐতিহ্যবাহী কাফেলা। সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরী করছে। তিনি বলেন কাউমী মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই।
ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে জেলার কর্মী সম্মেলনে অনুষ্ঠিত সম্মেলনে ড. খালিদ বলেন, সরকার আজ কওমী মাদরাসাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে।
তিনি দুঃখ করে বলেন, ড. আবুল বারাকাত মাদরাসায় পড়–য়া ৭৫ শতাংশ ছাত্র বেকার বলে অপবাদ দিয়েছেন। বক্তব্যটি সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও অনুমান নির্ভর। তিনি বলেন, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাম্বার বৈষম্যের মধ্যেও শীর্ষ স্থানে অস্থানকারীদের মধ্যে অনেক মাদরাসা ছাত্র রয়েছে। মাদরাসা ছাত্রদের হেয় করার অধিকার কারো নাই। তিনি আরো বলেন, কোন মাদরাসা ছাত্র বেকার নাই। বেশী বড় মাপের চাকুরী না করলেও মাদরাসা-মসজিদে হলেও খেদমত করছে মাদরাসা পড়–য়ারা।
গত বুধবার বিকালে শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মাসউদ খান। বিশেষ অতিথি ছিলেন-কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, ইসলামী ছাত্রসমাজের প্রাক্তন কেন্দ্রীয় সংগঠন সচিব মাওলানা আ.হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাবেক সহকারী মহাসচিব আতিক ছিদ্দিকী, ভারপ্রাপ্ত মহাসচিব আতিকুর রহমান সিদ্দিকী, ঢাকা মহানগর সভাপতি এহতেশামুল হক সাখী। জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হামিদের সঞ্চালনায় কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সাবেক ছাত্রনেতা মাওলানা নুরুল আমিন, জেলা নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা আব্দুচ্ছালাম কুদছী, মাওলানা ফরিদুল হক, মাওলানা নুরুল হক চকোরী, মাওলানা খালেদ সাইফী, ইসলামী ছাত্রসমাজ নেতা ঈসা মাহমুদ হাশেমী, মুহাম্মদ ইউছুফ মক্কী, মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ