Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৬ কোটি মানুষের জন্য পেনশন হবে -অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ২:২২ পিএম

দেশের ১৬ কোটি মানুষকে পেনশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে আগামী বাজেটে জাতীয় পেনশন পদ্ধতির একটা রূপরেখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের অর্থ বিতরণের অনলাইন কার্যক্রম কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী এমএ মুহিত বলেন, দেশের ১৬ কোটি মানুষ যাতে জাতীয় পেনশন সিস্টেমের আওতাভুক্ত হয়, সে ব্যবস্থা করা হবে। এ বিষয়ে আগামী বাজেটে জাতীয় পেনশন সিস্টেমের একটা রূপরেখা ঘোষণা করা হবে। এর আওতায় ১৬ কোটি মানুষকে অন্তর্ভুক্ত করা হবে।
অনলাইনে পেনশনের অর্থ বিতরণ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, দেশে এখন ৬ লাখ ৯৭ হাজার ২১২ জন পেনশন সুবিধা ভোগ করছেন। তারা সবাই সরকারি কর্মকর্তা-কর্মচারী। এখন থেকে পেনশনের টাকা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে চলে যাবে, সে তথ্য মোবাইল ফোনে চলে যাবে এসএমএসের মাধ্যমে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।



 

Show all comments
  • Nurul ১ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:০০ পিএম says : 0
    Nibondito potibondira passena vata. Ar 16 kuti k penson debar asha tho sudur porahoto.je nije poesar paharer malik hoe jae tar amon kota manae boiki ¿ Manus boro kotin somoe r chape ase voe orokkito rasta gat sorbotto bpod kuno nirapotta nai muker buli sara .allah k voe korena akerat k o na.
    Total Reply(0) Reply
  • sats1971 ১ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:০৭ পিএম says : 0
    It is best for all bangladeshi but very difficult, it should be founded from village area and go up head.Every person will give 10 taka per month to development pension foundation upto 60 years old. when a citizen reach 60 years than he/she will get pension till death.It is a very good policy for govt. Many jobs vacancy also opened for the pension foundation,Every years jobs lottery will be held infornt of tv channel for pention foundation, those who are win they will get jobs in this foundation, lottery for neat and clean other wise bribe will come alongside the pension foundation.Lottery number will be national smart identity card No. but must be infront of TV cHANNEL FOR OBSERVE THE LOTTERY CLEAR
    Total Reply(0) Reply
  • rezaullah ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ২:১৫ পিএম says : 0
    আমাদের দেশে একটা চাকুরির জন্য প্রতিদিন লাখ লাখ ছেলে মেয়েরা একটা সিভি নিয়া ঘুরে, টিউশনির টাকায় কেউ কেউ সংসার চালায় যার মধ্যে বাড়িতে টাকা পাঠাইয়া যা থাকে ঐটা দিয়া ২০ তারিখের পরে ধার কইরা চলে। বহুত মেয়ের বিয়ের বয়স পার হইয়া যাইতেছে কিন্তু বিয়ে করতে পারে না কারণ হয়ত বুড়া বাবার সংসারে আর কেউ নাই টাকা রুজি করার। পোলাপাইন টিউশনির টাকা জমায়, পার্ট টাইম জবের টাকা জমাইয়া কিছু করার ট্রাই করে। কেউ কেউ দুই বেলা খায়, এক বেলার খাবারের টাকা বাচানোর জন্য। তরুণ বয়সের অনেক ইচ্ছা চাপা দিয়ে অনেক কিছু দেখে ও না দেখার শুনেও না শুনার মত চলা লাগে। আবার আমাদের বয়সী হাজার হাজার পোলাপাইনরে বিভিন্ন সুযোগে ব্রেইন ওয়াশ কইরা রাস্তায় নামাইয়া দেওয়া হয় এই নেতা ঐ নেতার স্বপ্ন পূরণেরে লাইগ্যা রাস্তাঘাটে পুলিশের বাড়ি খাওয়ার জন্য যাদের ঐ নেতা ঠিকমত চিনেই না। এই হচ্ছে দেশের তরুন প্রজন্মের সত্যিকার অবস্থা। এগুলারে মিডিয়া কখনোই হাইলাইট করে না। করে কিছু চেতনা ব্যবসায়ীদের যাদের হাইলাইট করলে কিছু টাকা পয়সা কামানো যাইব। ঐ টাকা দিয়া রাজনীতি করব কিছু নানা দাদা বয়সের মানুষ যাদের এখন আল্লাহ'র কাছে সারাদিন মাফ চাওয়ার টাইম। প্রতিদিন রাতে এই বুড়াগুলাই টকশো গুলাতে আইসা মুখে মুখে দেশের সব প্রবলেমের সমাধান কইরা যাইব। কিন্তু পরের দিন আবার সেই একই কাহিনী। আবার সেই একই গল্প। এটাই আমাদের দেশের রাজনীতি, এটাই আমাদের দেশের গণতন্ত্র, আর এটাই আমাদের জীবনযুদ্ধ। ট্রয় মুভির এই ডায়ালগটা আমাদের দেশের জন্য খুব বেশী যায়ঃ "War is young men dying & old man talking" এটা থেকে বের হয়ে আসার উপায় কি কেউ জানে না। আদৌ কেউ জানবে কিনা তাও জানে না।
    Total Reply(0) Reply
  • Amirulislam ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ৮:২৭ এএম says : 0
    এটা কি সাধারন মানুষ এর না কি নেতা দের হাতে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ