Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মাওনা বাজার রোডে ফুটপাত চাই

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শিল্প এলাকাগুলোর মধ্যে মাওনা অন্যতম ব্যস্ত এলাকা। শিক্ষা বিস্তারেও রয়েছে এই জনপদের ব্যাপক ভূমিকা। মাওনা বাজার রোডে রয়েছে চারটি ব্যাংক, ছোট-বড় ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান, ২১টি ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টার। এই রাস্তার পাশেই পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ ও উপজেলার একমাত্র ফায়ার সার্ভিস স্টেশন। ১.৫ কিমি. রাস্তার পাশে এতগুলো প্রতিষ্ঠানের অবস্থান। প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম হয় এই জনপদে। এদের চলাচলের জন্য রাস্তার পাশে কোনো ফুটপাত না থাকায় পথচারীদের নানা বিড়ম্বনা ও দুর্ঘটনার শিকার হতে হয়। সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের কথা বিবেচনা করে মাওনা চৌরাস্তা থেকে মাওনা বাজার পর্যন্ত রাস্তার দু’পাশে দ্রুত ফুটপাত নির্মাণ করা জরুরি। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এলাকাবাসীর পক্ষে
প্রকৌশলী সাব্বির হোসেন
শ্রীপুর, গাজীপুর


বাজারদর নিয়ন্ত্রণে রাখুন
আজকাল বাজার করতে গেলে দেখা যায় শাকসবজি বিশেষ করে আলু, শীম, টমেটো ইত্যাদি যেন ‘হীরার’ দামে বিক্রি হচ্ছে। দিনের পর দিন বাজারদর বেড়েই চলছে। কয়েকদিনের ব্যবধানে প্রতিটি সবজির মূল্য ১০/১৫ টাকা করে বেড়ে গেছে। কাঁচা মরিচের কথা তো না বললেই নয়, যেমন দামের ঘোড়া ছুটছে। প্রতি কেজি ১২০/১৩০ টাকায় বিক্রি হচ্ছে। চাঁদপুর সদর উপজেলায় বিভিন্ন বাজার রয়েছে। ওই বাজারগুলোতে বিক্রেতাদের কাছে শীতকালিন নতুন সবজি দেখা যায়, যেসব সবজির দাম বেশ চড়া। বিক্রেতাদের প্রশ্ন করলেই বলেন, নতুন সবজির দাম তো বেশি হবেই। এবার চালের কথা বলা যাক। বিভিন্ন ধরনের চালের দামও ঊর্ধ্বমুখী। এভাবে যদি পণ্যের দাম বাড়তে থাকে তাহলে দেশের দরিদ্র মানুষের কী হবে? দেশের দরিদ্র মানুষের কষ্টের কথা চিন্তা করে পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজর দিতে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
মকবুল হামিদ,
চাঁদপুর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন