Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে -প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ৫:৪৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশের ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। যেখানে গ্রিড লাইন আছে, আবার যেখানে গ্রিড লাইন নাই সেখানে আমরা সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।

রোববার (২৮ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মানুষের অর্থনৈতিক সচ্ছলতা যত বাড়ছে, তত বিদ্যুতের চাহিদাও বাড়ছে। কাজেই এ চাহিদার সাথে তাল মিলিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে হবে। সে লক্ষ্য নিয়ে আমরা বিভিন্ন বিদ্যুৎ, কয়লাভিত্তিক বিদ্যুৎ, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, তারপর আমরা ভারতের থেকে বিদ্যুৎ ক্রয় করছি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে যখন আমরা ক্ষমতায় আসি তখন দেখি বিদ্যুৎ ৪ হাজার ৩’শ থেকে কমে মাত্র ৩ হাজার ২’শ তে নেমে এসেছে। এ অবস্থা থেকে আজকে আমরা ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছি। বিদ্যুৎ উৎপাদন নয় তার জন্য সঞ্চালন লাইন করা, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য স্টেশন তৈরি করা এবং বিভিন্নভাবে এ কাজগুলো আমরা করে যাচ্ছি। দেশের ১০ ভাগ মানুষ এমনিতে বিদ্যুৎ পাবে। সে লক্ষ্যে আমরা কাজ করছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধি দেশ হিসেবে গড়তে চাই। এ দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে আলো জ্বালাবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ