পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : রোহিঙ্গা ক্যাম্পে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৭ চট্টগ্রামের কর্মকর্তারা জানান, কক্সবাজারের একটি টিম গতকাল (শুক্রবার) ভোরে উখিয়ার বালুখালী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ মহিবুল্লাহ (২৮) বালুখালী অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বশির আহমেদের পুত্র।
গত ২০ জানুয়ারি উখিয়ার থাইংখালী তানজিমারঘোনা রোহিঙ্গা শিবিরে সংঘর্ষে ডি বøকের নেতা (মাঝি) মোহাম্মদ ইউসুফকে গুলি করে হত্যা করা হয়। মহিবুল্লাহ ওই খুনের ঘটনায় অন্যতম আসামী। ওই হত্যাকান্ডের বিষয়ে র্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরধারী অব্যাহত রাখে। তার ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশী করে একটি কিরিচ উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ইউসুফ হত্যাকাÐে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান র্যাব কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।