Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতের কাঁধে বন্দুক রেখে রায় দেয়া হলে জনগণ রুখে দিবে -অধ্যাপিকা রেহানা প্রধান

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ভাষার মাসে স্বাধীন দেশের গণতন্ত্রকে আগুনে নিক্ষেপ করা হলে জনগণ ক্ষমতার মসনদকে আগুনে নিক্ষেপ করবে মন্তব্য করে জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেছেন, ১/১১’র ষড়যন্ত্রের সুড়ঙ্গ পথে ক্ষমতায় এসে ২৫ ফেব্রæয়ারি পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীর রক্ত নিয়ে খেলেছেন। সুতরাং ৮ ফেব্রæয়ারি গণতন্ত্রের আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে খেলা বন্ধ করুন। নিজের কথা ভাবুন, জনগণ রাস্তায় নেমে আসলে এবার পানি পান করার সময়ও পাবেন না।
গতকাল শুক্রবার বাদজুম্মা বনানী কবরস্থানে জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের কবরে জাগপা ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রেহানা প্রধান বলেন, আদালতের উপর বন্দুক রেখে রায় দেয়া হলে দেশপ্রেমিক জনগণ জালিমশাহীর তখতে তাউস জ্বালিয়ে দেবে। সুতরাং খালেদা জিয়ার অবমাননা বাংলাদেশ সইবে না।
এসময় উপস্থিত ছিলেন জাগপা’র দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফারুকী, সহ সভাপতি মিনহাজ প্রধান রাব্বি, যুব জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল হক তুহিন, নগর যুব জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ ঢাকা মহানগরের সভাপতি ফয়সাল আহমেদ অরণ্য, মোহাম্মদ মহিবুবুল হক রয়েল, জাগপা ছাত্রলীগ নেতা নুর ইসলাম, আজিমুল হক মানিক, সাহিদুল ইসলাম রাজ, মনির, সরকার জীবন, রাজন উদ্দিন, বিপুল সরকার, পাভেল, জাকির হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ