Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে

বকেয়া রাজস্ব আদায়ে ছাড় দেবে না এনবিআর চেয়ারম্যান

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, সরকারি প্রতিষ্ঠানে পাওয়া ৫০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ে ছাড় দেবে না এনবিআর। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানী সেগুন বাগিচা এনবিআরের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সংস্থাটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। এ সময় সংস্থার একাধিক সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাফ করার সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। সরকারি টাকা ফাঁকি কোনো ভাবে ছাড় দেওয়া হবে না। তাই সরকারি একাধিক প্রতিষ্ঠানের কাছে পাওনা প্রায় ৫০ হাজার কোটি টাকা আদায়ে জোরালো ভূমিকা পালন করা হবে। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র পেট্রো বাংলার কাছে পাওনা ২২ হাজার কোটি টাকা। এছাড়া পেট্রোলিয়ামের কাছে ২৩শ কোটি টাকা, ইমিগ্রেশনের কাছে ৫০০ কোটি টাকা, বিটিআরসির কাছে পাওনা ৫০০ কোটি টাকা উল্লেখ্যযোগ্য।
তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বড় বড় করদাতাদের কাছে পাওয়া বকেয়া রাজস্ব আদায়ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তাদের বিরুদ্ধে মামলাগুলো দ্রæত নিষ্পত্তি করতে ইতোমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে বয়েকা আদায় করা গেলে এনবিআর টার্গেট পুরণ করে আরও বেশি রাজস্ব দিতে পারবে সরকারকে।
এনবিআর চেয়ারম্যান বলেন, প্রতিবছর সরকার উন্নয়ন পরিকল্পনা করছে। জিডিপির আকার বৃদ্ধি পাচ্ছে। উন্নয়ন পরিকল্পনা আর জিপিডির আকারের সঙ্গে ট্যাক্স জিডিপি রেশিও খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে ট্যাক্স জিডিপি রেশিও ১১ শতাংশ ধরে রেখেছে এনবিআর। এটাকে আগামী ২০২০-২১ সালের ১৫ শতাংশে উন্নীত করা হবে। তিনি বলেন, যেসব দেশে ট্যাক্স জিডিপি রেশিও ভালো তাদের বিদেশি নির্ভরতা কম থাকে।
তিনি বলেন, ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানোর মানে এই না আমরা মানুষকে চাপ দিয়ে, কষ্ট দিয়ে রাজস্ব আহরণ করে ট্যাক্স জিপিডি বাড়াবো। আমাদের একটা লক্ষ্য থাকবে, দেশ এগিয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট না হলে দেশ এগিয়ে যেত না, পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি হতো না। দেশে অর্থের প্রবাহ, অর্থনীতির আকার বাড়ছে বলে রাজস্ব আদায় হচ্ছে।
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা ট্রেড ফ্যাসিলেটেড করবো। ট্রেড ফ্যাসিলেটেশনের ফলে যদি ব্যবসায়ীরা ভালো করে তাহলে রাজস্ব এমনিতেই বেড়ে যাবে। কর ও শুল্ক অব্যাহতি দেওয়ার সংস্কৃতি রয়েছে। এটারও পরিবর্তন করা হবে। আমি নতুন জয়েন্ট করেছি। আমি কারো মুখ দেখে কর রেয়াদ দেবো না। শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে এ অব্যাহতি দেওয়া হবে। তিনি আরো বলেন, আমরা এখন শিশু না। আমাদের ব্যবসায়ীরাও শিশু না। আমাদের সবদিকে ভারসাম্যতা আসছে। ফলে কোনো বৈষম্যকে প্রশ্রয় দেব না।
এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা এনবিআরকে ডেলে সাজাতে চাই। কর ও রাজস্ব বাড়াতে চাই। অতি শিগরিই কিছু জনবল নিয়োগ দেওয়া হবে। তাতে কাজের গতি বাড়বে। তিনি বলেন, নতুন নতুন কর ও ভ্যাট দাতাদের খুজে বের করা হবে। এজন্য এলাকা ভিত্তিক জরীপ কাজ শুরু হয়েছে। সামনের এটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরের প্রথমমার্ধে (ছয় মাসে) ৯২ হাজার কোটি টাকা রাজন্ব আদায় করেছে এনবিআর। যা একই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে মাত্র ১০ হাজার কোটি টাকা কম। তবে গত অর্থবছরের চেয়ে ১৭ শতাংশ গ্রোথ হয়েছে। অর্থাৎ চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে গড় প্রবৃদ্ধি হয়েছে ১৮ শতাংশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা বিশে^র ন্যায় বাংলাদেশেও ‘অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিরাপদ বাণিজ্য পরিবেশ’ ¯েøাগানকে সামনে রেখে যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে আজ আন্তার্জাতিক কাস্টম দিবস পালন করবে এনবিআর। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার সকাল ৮টায় এনবিআর প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্যর‌্যালী বের হবে। র‌্যালিটি জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব ভবন, সেগুনবাগিচার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মৎস ভবন-জাতীয় প্রেসক্লাব হয়ে সেগুনবাগিচা হয়ে আবার রাজস্ব বোর্ডে এসে শেষ হবে। বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করবেন সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
এর পর সকাল ৯টায় এনবিআর সম্মেলন কক্ষে কাস্টমস দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্রছাত্রীদের মধ্য থেকে বছায় করা ৩০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এরপর সন্ধ্যা ৬ টায় প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, প্রধানমন্ত্রী অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ