পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতি, চাউলের দাম ৬০ টাকা কেজি, পেঁয়াজ ৯০ টাকা, তেলের দাম ১২০ টাকা সবকিছুই সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে। জাতীয় পার্টি সরকারের আমলে সব কিছুই ছিল সহনীয় পর্যায়। চাউলের দাম ছিল ১২-১৫ টাকা, তেলের দাম ছিল ৩০-৩৫ টাকা, পেট্রোলের দাম ৫-৭ টাকা ছিল। আগামী ১৫ ফেব্রæয়ারি জাতীয় পার্টির মহাসমাবেশ প্রস্তুতি উপলক্ষ্যে গতকাল এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, মীর আবদুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, শফিকুল ইসলাম মধু, মোস্তাকুর রহমান মোস্তাক, আশরাফ সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন মানিক, ইয়াহইয়া চৌধুরী এমপি, দিদারুল কবির দিদার, জহিরুল আলম রুবেল, ডা: সেলিমা খান প্রমূখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ ও বিএনপির প্রতি ইংগিত করে রুহুল আমিন হাওলাদার বলেন, এক দল ক্ষমতায় থাকায় মানুষ লাশ হয়েছে আর এক দলের ক্ষমতা থাকায় হচ্ছে হত্যা গুম, নারী ধর্ষণ, মারামারি-হানাহানি। ইতিহাস কাউকে ক্ষমা করেনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।