Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন ইপিজেডে বিদেশীদের জন্য কমিশনারিয়েট হচ্ছে

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : মোংলা, উত্তরা ও ঈশ্বরদী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এ কর্মরত বিদেশি নাগরিকদের জন্য পৃথক তিনটি কমিশনারিয়েট স্থাপন করতে যাচ্ছে সরকার। এই কমিশনারিয়েটগুলো রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)’র তত্ত¡াবধানে স্থাপিত হবে। এজন্য শিগগিরই বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) কে এই তিন ইেিপিজডে কমিশনারিয়েট স্থাপনের অনুমতি প্রদানে সংশ্লিষ্ট কমিশনারদের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)। সম্প্রতি এনবিআর ও ইপিজেডের বিনিয়োগকারীদের মধ্যে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এনবিআর সূত্র জানায়, কমিশনারিয়েটগুলো হল দোকানের মত। বিদেশী নাগরিকদের জন্য শুল্কমুক্ত সুবিধায় বিভিন্ন ব্র্যান্ডের অ্যালকোহলসহ প্রয়োজনীয় দ্রব্যাদি যোগান দিয়ে থাকে। মংলা, উত্তরা ও ঈশ্বরদী ইপিজেডে কমিশনারিয়েট স্থাপিত হলে এই তিন ইপিজেডে কর্মরত বিদেশি নাগরকিরা অ্যালকোহলসহ আরো কিছু দ্রব্য এখান থেকে শুল্কমুক্ত সুবিধায় ক্রয় করতে পারবেন।
বেপজার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর বলেন, এই তিন ইপিজেডে বিদেশী বলতে মূলত চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ানরা কর্মরত আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ