Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিতিঙ্গাছড়ি ৪০০০তম পাড়াকেন্দ্র আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) থেকে কবির হোসেন : আজ (রোববার) সকাল ১০টায় কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি পাড়া কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যমতে জানাযায়, ২২লাখ টাকা ব্যয়ে মিতিঙ্গাছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত এবং ইউনিসেফ ও পাড়াবাসীর সহযোগীতায় চারহাজার তম নতুন পাড়া কেন্দ্র ভিডিও কনফারে›েসর মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুন্দর মনোরম পরিবেশে নির্মিত করা হয়েছে এ পাড়া কেন্দ্রটি। পাড়াকেন্দ্র নির্মাণ করার জন্য জমি প্রদান করেন রেনু র্মামা। উক্ত কেন্দ্রটি ১৩মে ১৯৯৮সালে বেড়া দিয়ে নির্মিত করা হয়। বর্তমানে বাইশ লাখ টাকা ব্যয়ে পাকাসহ উন্নয়ন কার্যক্রম করা হয়েছে। জানা যায় উক্ত মিতিঙ্গাছড়ি পাড়া কেন্দ্রটি সকাল ৮টা হতে ১০টা পযর্ন্ত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা,স্বান্থ্য সচেতনতা, টিকাসহ বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক কার্যক্রম করা হয়। নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান, প্রধানমন্ত্রী ভিডিও কনফারে›সর এর মাধ্যম অনুষ্ঠানিকভাবে এ পাড়া কেন্দ্র উদ্বোধন করা হবে। এসময় উপস্থিত থাকার কথা রয়েছে উষাতন তালুকদার এমপি, সংরক্ষিত মহিলা আসনের ফিরোজা বেগম চিনু এমপি, চটগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নানসহ পার্বত্য উন্নয়ন বোর্ড,ও ইউনিসেফের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ