পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুর শহর থেকে প্রায় সাড়ে তিন কোজি সোনার বারসহ হারুন অর রশিদ ওরফে মিলন (২৮) ও আশরাফুল আলম ওরফে পটলা (৪৭) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাত সন্দেহ গ্রেফতার হওয়া হারুন অর রশিদ ওরফে মিলন কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। অন্যদিকে একই উপজেলার পোস্ট অফিস পাড়া এলাকার ডাক্তার আবুল কাশেমের ছেলে আশরাফুল আলম ওরফে পটলা কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম জিরের শ্বশুর। শুক্রবার ভোরে মহেশপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। মহেশপুর থানার ওসি আহম্মেদ কবীর হোসেন গ্রেফতারের কথা স্বীকার করে জানান, ৪ জানুয়ারি রাতে মহেশপুর উপজেলার সুন্দরপুর এলাকায় সোনার তরী পরিবহন থেকে একদল ডাকাত পাচার হওয়া সোনার বার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে তিন কোিজ চার’শ গ্রাম ওজনের ৩০ পিস সোনার বারসহ দুইজনকে গ্রেফতার করে। ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ৪৭ পিস সোনার বার ডাকাতির কথা স্বীকার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।