পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইনে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এদিকে স্ত্রীকে হত্যার পর পালানোর সময় স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। নিহতের নাম মারুফা আক্তার (১৯)। সে ডুমাইন গ্রামের মৃত জাফর আলী শেখের কন্যা। নিহতের পরিবারের বরাত দিয়ে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মো. খুরশিদ আলম মাসুম জানান, পাঁচ মাস আগে পাশের আড়পাড়া গ্রামের সাইফুল ইসলামের সাথে মারুফার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর মারুফাকে নিজ বাড়ীতে তুলে না নিয়ে বিভিন্ন সময় অর্থনৈতিক সুবিধা (যৌতুক) দাবী করে আসছিল। গত মঙ্গলবার সাইফুল শশুরবাড়ীতে যায় গত বৃহস্পতিবার রাতে তারা একসাথে ঘুমিয়ে ছিল। রাত বারোটার দিকে ঝগড়ার এক পর্যায়ে বাড়ীর লোকজন সজাগ হয় এবং কিছু সময় পর স্বামী সাইফুল ইসলাম দরজা খুলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বাড়ীর লোকজন ঘরের মধ্যে মারুফার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তারা স্বামী সাইফুল ইসলামকে তাড়া করে আটক করে পুলিশে সোপর্দ করে। মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে আনা হয়েছে। এঘটনায় স্বামী সাইফুল ইসলামকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।