Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৩

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে বান্দরবান জেলার আলীকদম থানার পানবাজার থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (শুক্রবার) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায় পানবাজারে মোঃ আবুল কালামের আড়তের সামনে কিছুসংখ্যক অস্ত্র ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র বিক্রি করতে অপেক্ষা করছিল। এমন খবর পেয়ে লেঃ কমান্ডার আশেকুর রহমান, ও সিনিয়র এএসপি শাহেদা সুলতানার নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ দুলাল (২৮), মোঃ আসকর আলী (১৮) ও মোঃ ফারুক হোসেন (২৬)। তাদের কাছ থেকে ৫ টি এসবিবিএল ও ৮টি ওয়ান শুটারগান এবং ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন ধরে তারা অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত রয়েছে। গ্রেফতাকৃত মোঃ দুলাল চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ছিন্নমুল এলাকার সন্ত্রাসী মশিউর বাহিনীর অন্যতম সদস্য। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

বান্দরবানে ১৩টি অস্ত্র উদ্ধার : আটক ৩
মোঃ সাদাত উল্লাহ, বান্দরবান থেকে : বান্দরবানের আলীকদমে ১৩টি অস্ত্র ও ১৯ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন- মো. ফারুক (২৮), আজগর আলী (২২) ও মো. দুলাল মিয়া (৪০)। র‌্যাব-৭ জানিয়েছে, আটক ব্যক্তিরা ফুলের ঝাড়ুর ভেতরে করে অস্ত্রগুলো পাচার করছিলেন। গোপন খবরে তাদের আটক করা হয়। উদ্ধার অস্ত্রের মধ্যে ৮টি ওয়ান শুর্টারগান ও ৫টি একনলা বন্দুক রয়েছে। র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাউল জানান, এএসপি শাহেদা সুলতানা ও লে. কমান্ডার আশিকুর রহমানের নেতৃত্বে র‌্যাব এ অভিযান পরিচালনা করে। আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো স্থানীয় সন্ত্রাসীদের কাছ থেকে সংগ্রহ করে আটক ব্যক্তিরা বিক্রির উদ্দেশে কৌশলে নিয়ে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তাদের র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা মিফতাউল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ