Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নগরীর আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নিহতের আতœীয় সারোয়ার রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ দুপুরে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন (২৪) ও পাভেল (২৫) নামে দুই যুবককে আটক করেছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/অপারেশন) খন্দকার সাকের আহমেদ সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিনগত রাত ২ টার দিকে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইব্রাহিম (২৫) নামে এক যুবক নিহত হন। নিহত ইব্রাহিম খলিল জেলার গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের বাসীন্দা এবং মাওলানা আব্দুল জলিলের ছেলে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে তাঁর মরদেহ নিজ বড়িতে এসে পৌছলে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। পুলিশ জানায়, ওই রাতে বাড়ি ফিরতেই যুবকটি সিএনজি স্ট্যান্ডে যাচ্ছিল। এ সময় উৎ পেতে থাকা এক ছিনতাইকারী তার হাত থেকে অ্যান্ড্রয়েট মোবাইল ফোন কেড়ে নিয়ে দৌড়ে পালাতে থাকে। ওই যুবক পিছু নিয়ে ধরে ফেললে তার সাথে দস্তাদস্তি হয়। এ সময় ওই ছিনতাইকারী ছুরি দিয়ে তার উরুতে আঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই যুবক মারা যায়। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/অপারেশন) খন্দকার সাকের আহমেদ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
ময়মনসিংহে পিস্তলসহ যুবক আটক
ময়মনসিংহে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে তাকে আটক নগরীর চরপাড়া মোড় এলাকা থেকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস বাদী হয়ে অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার তাকে আদালতে হাজির করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ