Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালথায় গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ আহত ৩০

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের সালথায় দু’দল গ্রামবাসির মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় গ্রæপের কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতলে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার গট্রি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের মানিক মাতুব্বর ও বিল্লাল মোল্যার গ্রæপের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ বাধে। গত বৃহস্পতিবার দু’গ্রæপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রæপই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সংঘর্ষে উভয় গ্রæপের মহিলাসহ কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শিল্পী বেগম (১৬) অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।
মানিক মাতুব্বর অভিযোগ করে বলেন, বিল্লাল মোল্যার ভাই মোশারফ হোসেন আমাদের ওয়ার্ডের বর্তমান মেম্বার। এ ওয়ার্ডে সরকারী ভাবে ২২ টি কম্বল এসেছে। মেম্বার দুস্থ্যদের মাঝে বন্টন না করে নিজের লোকদের মধ্যে বন্টন করেছে। এ ব্যাপারে আমার সমর্থক সিলমান মেম্বারকে জিজ্ঞাসা করলে মেম্বার ও তার সমর্থকেরা তাকে মারপিট করে।
ইউপি সদস্য মোশারফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, কম্বল বিতরণে কোন সমস্যা হয়নি। মুলত মানিক মাতুব্বর ও তার সমর্থকদের পূর্ব পরিকল্পনায় দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকজনের উপর হামলা চালায়। আমরা প্রতিহত করতে গেলে সংঘর্ষ শুরু হয়।
থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ