Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

জিয়ার কবরে খালেদা জিয়ার শ্রদ্ধা

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল (শুক্রবার) জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী বিএনপি প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তার কবরে পুস্পস্তবক অর্পণ করেন। দিনটি উপলক্ষে সকাল সোয়া ১১টায় দলের সিনিয়র নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে শহীদ নেতার কবর প্রাঙ্গণে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে বিএনপির প্রতিষ্ঠাতার কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র নেতা শাহজাহান ওমর, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেল, রুহুল কুদ্দুস তালকদার দুলু, সাখাওয়াত হোসেন জীবন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, আমিনুল হক এবং নেওয়াজ আলী নেওয়াজ উপস্থিত ছিলেন।
অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, শফিউল বারী বাবু, মুন্সি বজলুল বাসিত আনজু, কাজী আবুল বাশার, আহসানউল্লাহ হাসান, রাজীব আহসান, আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুডার বাগবাড়ি গ্রামে জন্ম নেন জিয়াউর রহমান।
দিবসটি পালনে বিএনপি বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করছে। এসব কর্মসূচির মধ্যে আলোচনা সভা, শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোকচিত্র প্রদর্শনী রয়েছে। অন্যদিকে দলের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে গতকাল ভোরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের মহানগর এবং জেলা-উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের জীবন-কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এ সময়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, শায়রুল কবির খান, ছাত্র দলের রাজীব আহসান এবং আসাদুজ্জামান আসাদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বিকালে জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নয়া পল্টনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শ্রমিক দল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ