Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ঢামেকের নতুন ভবনে আগুন আতঙ্ক

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলায় কনফারেন্স রুমে স্টিলের ছাউনিতে জমে থাকা ময়লার স্তুপে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাÐের সূত্রপাত হলে হাসপাতালে দায়িত্বরত আনসার ও রোগীর স্বজনরা জীবনের ঝুঁকি নিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে থাকা রোগীরা স্বজনদের কাঁধের ওপর হাত দিয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকেন। এ সময় সকলের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেককে বলতে শুনা যায় হাসপাতালে কি পরিচ্ছন্ন কর্মী নেই? ছাউনিতে জমে থাকা ময়লার স্তুপে আগুন লাগে কীভাবে? ঢামেক হাসপাতালের পুলিশ ক্যম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ও নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াদ ঘটনাস্থলে ছুটে আসেন। এসআই বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে আগত রোগীর স্বজনদের নিক্ষিপ্ত সিগারেটের আগুনে ময়লার স্তুপে আগুন লাগতে পারে। বিষয়টি তদন্ত করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ