Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর ওয়ারীতে বিয়ে বাড়ির বাজনাকে কেন্দ্র করে পিটিয়ে একজনকে হত্যা

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর ওয়ারীতে বিয়ে বাড়ির বাজনাকে কেন্দ্র করে মারামারিতে একজন নিহত হয়েছে। তার নাম নাজমুল হক (৬৫)। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে ওয়ারীর রামকৃষ্ণ মিশন রোডের ৪৪ নম্বর সামনে এ ঘটনা ঘটে। নিহতের পুত্রবধূ সাদিয়া নাসরিন জানান, ওই ভবনের অষ্টম তলায় পরিবারকে নিয়ে থাকেন তারা। ওই বাড়ির পঞ্চম তলায় থাকেন আলতাব হোসেন ও তার পরিবার। গত বৃহস্পতিবার রাতে ভবনের ছাদে আলতাব হোসেনের ভাতিজার গায়ে হলুদেও অনুষ্ঠান চলছিলো। এ সময় উচ্চস্বরে গানবাজনা বাজানো হয়। এ নিয়ে তার পরিবারের পক্ষ থেকে জানান্ োহয় যে নাজমুল হক অসুস্থ শব্দ কম করে গান বাজনা বাজানোর জন্য। এ নিয়ে তাদেও সাথে কথাকাটাকাটি হয়। তিনি বলেন, তার শ্বশু নাজমুল হকের চার বছর আগে বাইপাস সার্জারী হয়। কিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। গতকাল শুক্রবার সকালে তার শ্বশুর ও অন্যান্যরা নিচতলায় গেলে আলতাব ও তার লোকজন মিলে মারধর করে। বেধড়ক মারধরের এক পর্যায়ে নাজমুল হক অচেতন হয়ে পড়েন। পরে নিকটস্থ আজগর আলী হাসপাতালে নেয়া হলে দুপুর সাড়ে ১২টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। ওয়ারী থানার ওসি তদন্ত মোঃ সেলিম জানান, ভবনের ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে মারধরের ঘটনা দেখা গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ