Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থ-সম্পদের মোহে মানুষ ঈমানহারা হয়ে পড়ছে : ছারছীনা পীর ছাহেব

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


সাদিক মামুন, কুমিল্লা থেকে : জুমার নামাজ শেষে আখেরী মুনাজাতের আগে মুসল্লীদের উদ্দেশে আমীরে হিযবুল্লাহ ছারছীনা পীর ছাহেব আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ বয়ানে বলেছেন, অর্থ সম্পদের লোভে মোহে মানুষ দিন দিন ঈমানহারা হয়ে পড়ছে। আজকে ত্বরিকা গ্রহণ করেও সঠিকভাবে শুদ্ধভাবে জীবন পরিচালনা করতে পারছে না। অনেকে কথায় কথায় বলে আমি ত্বরিকার লোক। অথচ ত্বরিকা গ্রহণ করে মিথ্যা বলছে, ঠিকমতো নামাজ আদায় করে না, রোজা রাখে না, সুদ-হারাম খাচ্ছে। এটা কোন ত্বরিকা নয়, এটা ত্বরিকার নামে ভÐামি। এসব থেকে দূরে থাকতে হবে। সত্যিকারের ত্বরিকা মানুষকে ঈমানদার ও মুমিন করে তোলে। তাই আল্লাহওয়ালা মানুষের সংস্পর্শে আসতে হবে। আমাদের পথচলা জান্নাতের দিকে- নাকি জাহান্নামের দিকে- এটা বুঝতে হবে। লেবাসধারীদের সম্পর্কে সাবধান হতে হবে। আমরা যে মাযহাবের অনুসারি সেই মাযহাব অনুসারে আমল করতে হবে।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী মাহফিলের শেষদিন গতকাল শুক্রবার ছারছীনা পীর সাহেব বয়ানে এসব কথা বলেন। বয়ান শেষে তিনি আখেরী মুনাজাত পরিচালনা করেন। কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড থেকে পূর্বদিকে অবস্থিত মোস্তফাপুরে খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সে সংলগ্ন বিশাল মাঠে ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে এ ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। আখেরী মুনাজাতের আগে ছারছীনা পীর ছাহেব আরো বলেন, এখন ফেৎনাফাসাদের জমানা চলছে। এসব থেকে দূরে থাকতে হবে। সাবধানে পা ফেলতে হবে। লেবাসের ফাঁদে পড়ে বিভ্রান্ত হবেন না। সুন্নতি আদলের সাজ পোশাক ও বাহ্যিক কর্মকাÐের পরিবর্তে ইহুদি নাছারাদের কর্মকাÐ অনুসরণ চলছে। এ থেকে পরিত্রাণের জন্য নিজের সন্তান, পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। ছারছীনা দরবারের রীতিনীতি আদর্শ মেনে চলবেন। আমল করে আল্লাহওয়ালা হওয়ার জন্য এই দরবার। আল্লাহ ও রাসুল (সা.) এর হুকুম আহকাম মেনে চলা আমাদের প্রধান কাজ।
বয়ান শেষে ছারছীনার পীর ছাহেব শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ বিকেল পৌনে চারটায় আখেরী মুনাজাত শুরু করেন। প্রায় ২৫ মিনিটের মুনাজাতে তিনি আমলী জিন্দেগী গড়ে তোলার জন্য আল্লাহর সাহায্য এবং বাংলাদেশের শান্তি সমৃদ্ধি ও সারা বিশ্বের মুসলমানদের হেফাজত কামনা করেন মুনাজাতে। ছারছীনা পীর ছাহেবের বয়ানের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক জজ মো. ইসমাইল, অধ্যক্ষ ড. সাইয়্যেদ শরাফত আলী, হাফেজ মাওলানা ড. মুহাম্মদ রুহুল আমীন, আলহাজ খন্দকার নুরুজ্জামান, মাহবুব আলম চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ