Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনপিও’র ই-নথি ও ডিজিটাল হাজিরা উদ্বোধন

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ই-নথি ও ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এ পদ্ধতি চালু করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে অবস্থিত এনপিও দফতরে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্। এনপিও’র পরিচালক এস.এম. আশরাফুজ্জামানসহ শিল্প মন্ত্রণালয় এবং এনপিও’র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ই-নথি এবং ডিজিটাল হাজিরা পদ্ধতি চালুর ফলে এনপিও’র কার্যক্রম স্বচ্ছতা ও গতিশীলতা আসছে। পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে সময়মত নথি নিষ্পত্তির ক্ষেত্রে দায়বদ্ধতা ও জবাবদিহির মনোভাব তৈরি হবে। ডিজিটাল হাজিরা পদ্ধতি কর্মকর্তা-কর্মচারীদের সময়মত দফতরে আগমন ও প্রস্থান নিশ্চিত করবে। এ কার্যক্রমের ফলে উৎপাদনশীলতার সাথে সম্পৃক্ত অংশীজনরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ