পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : সাশ্রয়ী মূল্য, উচ্চ গুণগতমান, আকর্ষণীয় ডিজাইন ও কালার, দ্রæত এবং সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা- সর্বোপরি দেশেই তৈরি হয় বলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম দিন থেকেই গ্রাহকপ্রিয়তার শীর্ষে রয়েছে ওয়ালটন ফ্রিজ। ক্রেতাদের কথা চিন্তা করে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদনকারী এ প্রতিষ্ঠানটি ফ্রিজের ওপর বাণিজ্য মেলায় ‘ডাবল অফার’ চালু করেছে। যার মধ্যে রয়েছে আট শতাংশ ছাড় ও কোটি টাকার ক্যাশ ভাউচার অফার।
বাণিজ্য মেলা চলাকালীন সময় পর্যন্ত ওয়ালটনের প্যাভিলিয়ন থেকে যেকোনো মডেলের ফ্রিজ কিনলেই এ সুবিধা পাওয়া যাবে বলে জানান মেলায় ওয়ালটন প্যাভিলিয়ন সমন্বয়ক শাহ শহীদ চৌধুরী। তিনি বলেন, বাণিজ্য মেলা সবার কাছে এখন বিনোদনে পরিণত হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে তারা এখানে পণ্য কিনতে ও বেড়াতে আসেন। আর তাদের এই আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতে মেলা উপলক্ষে ওয়ালটন দিচ্ছে সব পণ্যের ওপর বিশেষ ছাড়। এসব পণ্যের মধ্যে ক্রেতাদের চাহিদার শীর্ষে থাকা ওয়ালটন ফ্রিজের ওপর দেওয়া হচ্ছে আট শতাংশ ছাড়। তবে শুধু মেলার প্যাভিলিয়ন থেকে ফ্রিজ কিনলেই এ ছাড় পাবেন ক্রেতারা।
এছাড়া গ্রাহকসেবায় আধুনিকায়ন আনতে গত বছরের ২ অক্টোবর যে ডিজিটালাইজেশন কার্যক্রম চালু করেছে ওয়ালটন, এই অফারটি বাণিজ্য মেলাতেও চালু রেখেছি আমরা। এর ফলে মেলা থেকে ওয়ালটন ফ্রিজসহ অন্যান্য পণ্য কিনে নিবন্ধন করলেই মিলবে ক্যাশ ভাউচার। এই ভাউচার দিয়েই কেনা যাবে ওয়ালটনের যেকোনো পণ্য। এছাড়াও নিবন্ধনকৃত পণ্যের ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও মিলবে বিক্রয়োত্তর সেবা।
ক্রেতারা ওয়ালটনের পণ্য কিনে রেজিস্ট্রেশন করলে সর্বোচ্চ এক লাখ টাকা থেকে সর্বনিম্ন ২০০ টাকা ক্যাশ ভাউচার পাবেন। তবে ১০ হাজার টাকার বেশি পণ্য কিনে নিবন্ধন করলেই ক্যাশ ভাউচার পাওয়া যাবে। প্রাপ্ত ক্যাশ ভাউচারের চেয়ে পণ্যের দামে বেশি হলে মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানান শহীদ চৌধুরী। বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়ন ঘুরে দেখা যায়, মেলার ১৭তম দিনে ওয়ালটন প্যাভিলিয়নে ক্রেতাদের উপচেপড়া ভিড়। বিক্রিও চলছে দেদারসে। প্যাভিলিয়নে ওয়ালটন ব্র্যান্ডের এলইডি টিভি, স্মার্টফোন, ল্যাপটপ, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসসহ অন্যান্য পণ্যের বিপুল সমাহার ক্রেতাদের আকর্ষণ করছে বেশি।
মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে ফ্রিজ কিনতে আসা শাহনেওয়াজ আলী বলেন, অন্যান্য ফ্রিজের চেয়ে তুলনামূলকভাবে ওয়ালটনের দাম অনেক কম, তবে মান একই। আর আমি ওয়ালটন ফ্রিজ কিনতে পেরে অনেক খুশি। তিনি বলেন, এখান থেকে কিনে আট শতাংশ ছাড় পাওয়াসহ ক্যাশ ভাউচারে আরো দুই হাজার টাকার ফ্রি পণ্য নিতে পেরেছি। এছাড়া আমার ক্রয় করা ফ্রিজটি বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্বও নিয়েছে তারা। এমন সুবিধা অন্য সব প্রতিষ্ঠান দিচ্ছে কিনা আমার ধারণা নেই বলে মন্তব্য করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।