Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিপিডি বাংলাদেশকে টেনে নামানোর চেষ্টা করছে -অর্থমন্ত্রী

‘নো নো নো, অল রাবিশ’

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

শর্তসাপেক্ষে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাংলাদেশকে টেনে নামানোর চেষ্টা করছে। গতকাল রোববার সচিবালয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকেরা অর্থমন্ত্রীর কাছে এ মন্তব্যের বিষয়ে বিশদভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘নো নো নো, অল রাবিশ।’
গত শনিবার ‘বাংলাদেশ অর্থনীতি ২০১৭-২০১৮ : প্রথম অন্তবরর্তীকালীন পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরে সিপিডি। সেখানে সিপিডি জানায়, ২০১৭ সাল ছিল ব্যাংক খাতের কেলেঙ্কারির বছর। সিপিডির এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘কই, অত বড় কেলেঙ্কারি (হলমার্ক) হয়ে গেল, তখন তো তারা কিছু বলেনি।’
সিপিডি বলেছে, ব্যাংক খাতের জন্য অর্থ মন্ত্রণালয়ের নজরদারির ঘাটতি আছে- এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আই হ্যাভ নো কমেন্ট। বাংলাদেশ যে এত সব অর্জন করেছে, এ ব্যাপারে কখনোই সিপিডি কোনো রিকগনাইজ করেনি।’ এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবিরের নেতৃত্বে একটি দল গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
এদিকে সচিবালয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে ইরা ইনফোটেক লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন করে শর্তসাপেক্ষে এমপিওভুক্ত করা হবে। তবে জাতীয়করণের বিষয়ে বর্তমানে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। আবুল মাল আবদুল মুহিত বলেন, চলতি বছর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। তবে সেটা ঢালাওভাবে হবে না। এমনও শিক্ষাপ্রতিষ্ঠান আছে- যেগুলোর এক রুমে ৫ ক্লাসের শিক্ষাকার্যক্রম চলে। এসব স্কুলকে এমপিও দেয়া হবে না। মানসম্মত স্কুলকেই এমপিও দেয়া হবে।
তিনি আরো বলেন, মাদরাসার শিক্ষকরা জাতীয়করণের জন্য অনশন করছেন এ মুহূর্তে তাদের জন্য সরকারের কিছু করার নেই।



 

Show all comments
  • সফিক আহমেদ ১৫ জানুয়ারি, ২০১৮, ২:০৬ এএম says : 0
    কারা বাংলাদেশকে টেনে নামানোর চেষ্টা করছে তা আমরা ভালো করেই জানি।
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম ১৫ জানুয়ারি, ২০১৮, ২:০৬ এএম says : 0
    তাদের তথ্যগুলো কী মিথ্যা ? তাহলে প্রমাণ করুন।
    Total Reply(0) Reply
  • Rasel ১৫ জানুয়ারি, ২০১৮, ১০:৩২ এএম says : 0
    Kothin ak dayalog just Rabis, sobai Rabis R Apni Ki????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ