Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত শীতজনিত রোগের প্রকোপ

শীতের দাপট অব্যাহত

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম ব্যুরো : পৌষ মাস বিদায়ের পালা। বাঘ পালানোর মাঘ মাস দরজায় কড়া নাড়ছে। গত ৮ জানয়ারি দেশের ৬৮ বছরের রেকর্ড ভঙ্গ করে সর্বনি¤œ তাপমাত্রার (পঞ্চগড়ে ২.৬ ডিগ্রি সেলসিয়াস) তীব্রতম শৈত্যপ্রবাহের পর গত কয়েক দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সার্বিকভাবে পারদের নিচে নামার অবস্থানের হিসাবে এখনও শীতের দাপট অব্যাহত রয়েছে। গতকাল (শুক্রবার) দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল রাজশাহী জেলার বাদলগাছীতে ৬.২ ডিগ্রি সে.। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ২৪.৮ ডিগ্রি সে.। ঢাকায় এ সময় সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২০.৬ এবং ১১ ডিগ্রি সে.।
অধিকাংশ এলাকায় শীতের সাথে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কনকনে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। এতে করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শৈত্যপ্রবাহের কারণে শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে। মাঝরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও দুপুরেও মেঘলা আবহাওয়ায় এবং মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল ব্যাহত ও বিলম্বিত হচ্ছে। পথে পথে সৃষ্টি হচ্ছে যানজট। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকছে ফেরি চলাচল। গতকাল ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৬ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে। ১০ ডিগ্রির নিচে থাকলে তা শৈত্যপ্রবাহের পর্যায়ে বিবেচিত হয়। চট্টগ্রাম ও সিলেট বিভাগে সর্বনি¤œ তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি ছিল।
এদিকে আবহাওয়া বিভাগ জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ (শনিবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাঙ্গামাটি, সীতাকুন্ড, চাঁদপুর, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর ও হাতিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল
বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এর পরের ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ