পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে দুবাই আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল। পাঁচ মাসব্যাপী শুরু হওয়া বিশ্বমানের ২২তম এ মেলায় বিশ্বের ৭৫টি দেশ অংশগ্রহণ করেছে। এর মধ্যে বাংলাদেশসহ রয়েছে ২৭টি দেশের প্যাভিলিয়ন। তবে বাংলাদেশ প্যাভিলিয়নে দেশীয় পণ্যের স্টল কম থাকায় এবং বিশ্ব বাজারে বাংলাদেশি মানসম্পন্ন পণ্যের ব্যাপক জনপ্রিয়তা থাকার পরও প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক এ মেলায় বাংলাদেশ থেকে নামী-দামী বিভিন্ন কোম্পানির পণ্য অনুপস্থিত থাকায় এতে হতাশ ও ক্ষুব্ধ ফেস্টিভ্যালে আসা প্রবাসী ক্রেতা দর্শনার্থীরা।
প্রবাসী ক্রেতা দর্শনার্থীরা ইনকিলাবকে জানান, যেহেতু রেমিটেন্সের বিবেচনায় আরব আমিরাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। তাছাড়া এ দেশটিতে বেসরকারি হিসেব মতে প্রায় ৮ লাখ বাংলাদেশির অবস্থান। অপরদিকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পণ্য প্রদশনী ‘ওয়ার্ল্ড এক্সপো ২০২০’কে সামনে রেখে বিশ্বমানের এ ফেস্টিভ্যালের মাধ্যমে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যসামগ্রীর ব্যাপক প্রচার ও প্রসার ঘটবে। সেকথা মাথায় রেখে সরকার, স্থানীয় দূতাবাস, কনস্যুলেট এবং নীতি-নির্ধারক মহলের সময়োচিত হস্তক্ষেপে ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগে এবারের ফেস্টিভ্যালে ব্যাপক পরিসরে একক একটি প্যাভিলিয়ন উপহার দেয়া যেতো বলে মনে করেন তারা।
তাছাড়া ২০১২ সালের পর থেকে বিশ্বমানের এ মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের ব্যবস্থা না থাকায় অধীর আগ্রহের অপেক্ষায় এবার এমন প্রত্যাশাই ছিল তাদের। কিন্তু বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে প্যাভিলিয়নের ব্যবস্থা করা হয়। তাতেও খুশির কথাই জানালেন প্রবাসীরা। তবে প্যাভিলিয়নে প্রায় ৬০টি স্টলের মধ্যে মাত্র ৮/৯টি স্টল বাংলাদেশিদের। তাও আবার বাংলাদেশ থেকে আসা নামী-দামী কোন কোম্পানির পণ্যের স্টল নয়। এখানকার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। এতে হতাশ ও ক্ষুব্ধ ফেস্টিভ্যালে আসা প্রবাসী ক্রেতা দর্শনার্থীরা। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই ফেস্টিভ্যাল চলবে ৭ এপ্রিল ’১৮ পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।