Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দিনব্যাপী উন্নয়নমেলা শুরু আজ

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উন্নয়ন মেলা। তিন দিনব্যাপী চলা এই মেলার আয়োজন করেছে ঢাকা জেলা প্রশাসন। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীতে শুরু হতে যাওয়া এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। এদিকে আগামী ১২ জানুয়ারি রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে শিল্পকলা একাডেমীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
ডিসি বলেন, মেলায় ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে উপস্থাপন করা হবে। উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ এই মূলমন্ত্রকে ধারণ করে তিন দিনব্যাপী মেলা শুরু হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন সেখানে উপস্থিত থাকবেন। ওই দিন সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত অফিসার্স ক্লাব থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত একটি র‌্যালির আয়োজন করা হয়েছে। সালাহউদ্দিন বলেন, উন্নয়ন মেলায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক পৃথক স্টল থাকবে। এ মেলায় ৯০টির বেশি স্টল তৈরি করা হয়েছে। মেলা চলাকালীন প্রতিদিন বিকালে আয়োজন করা হয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক কুইজ, আলোচনা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনারবাংলা গড়ে তোলার লক্ষে ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণার মাধ্যমে দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, মেলার প্রথমদিন ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। অফিসার্স ক্লাব থেকে শিল্পকলা একাডেমী পর্যন্ত এ শোভাযাত্রায় সরকারি বেসরকারি কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা অংশ নেবেন। এতে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। বিকাল তিনটায় ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের অগ্রযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধামন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন কবির বিন আনোয়ার। মেলার দ্বিতীয় দিনে সকাল ১০টায় এমডিজি অর্জন ও এসডিজি অর্জনের পথে বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ। মেলার শেষ দিন সকাল ১০টায় বঙ্গবন্ধু উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। এবং বিকাল তিনটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়াও মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আর্মি স্টেডিয়ামে কনসাট শুক্রবার
এদিকে আগামী ১২ জানুয়ারি রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গতকাল বুধবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মন্ত্রী বলেন. ৩০ হাজার দর্শক এই অনুষ্ঠান উপভোগের সুযোগ পাবেন। বর্তমান সরকারের চার বছরের উন্নয়ন ও সাফল্য গাঁথাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তুলতে আগামী ১২ জানুয়ারি আর্মি স্টেডিয়ামে বিশাল সাংস্কৃতিক কর্মযজ্ঞ হাতে নেয়া হয়েছে। এই অনুষ্ঠানের শিরোনাম দিয়েছি- পিতার স্বপ্নে কন্যার আহŸানে/ কোটি মানুষের মিছিল চলছে মুক্তির অভিযানে। শুক্রবার বিকেল ৪টায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আসাদুজ্জামান নূর বলেন, অনুষ্ঠানে দেশের গান, মুক্তিযুদ্ধের সময়ের গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান থাকবে। সংবাদ সম্মেলনে বসেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, সচিব, শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ বেশ কয়েকজনের অনলাইন রেজিস্ট্রেশন করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান, অতিরিক্ত সচিব মসিউর রহমান, মাকছুদুর রহমান পাটওয়ারী, রোকসানা মালেক ও আব্দুল মান্নান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং দেশ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ