পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চলতি ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধি ছয় দশমিক সাত শতাংশ হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। গতকাল বুধবার প্রকাশিত সংস্থাটির গেøাবাল ইকোনোমিক প্রসপেক্ট শীর্ষক এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। শুধু ২০১৭-১৮ অর্থবছরেরই নয় আগামী তিনিটি অর্থবছরের প্রবৃদ্ধির গড় হার ওই ছয় দশমিক সাত শতাংশই থাকবে বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। তবে গত সেপ্টেম্বর মাসে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক এক প্রতিবেদনে চলতি ২০১৭-১৮ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি সর্বোচ্চ ছয় দশমিক চার শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। তখন সংস্থাটি বলেছিল ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারলে তা ভালো প্রবৃদ্ধি হবে বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক এই দাতা সংস্থা। এই হিসাবে বিশ্বব্যাংক ২০১৭-১৮ অর্থবছরের জন্য যে পূর্বাভাস দিয়েছে তা সেপ্টেম্বরের পূর্বাভাসের তুলনায় দশমিক তিন শতাংশ বেশি।
উল্লেখ্য, চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সরকার সাত দশমিক চার শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ঠিক করেছে। তবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সম্প্রতি তাদের বার্ষিক প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৭’-এ বলেছে, এ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ছয় দশমিক নয় শতাংশ। গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় সাত দশমিক ১১ শতাংশ। এরপর ২০১৬-১৭ অর্থবছরে সাত দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরে এগিয়ে বাংলাদেশ অর্জন করে সাত দশমিক ২৪ শতাংশ।
একারণেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বারবার বলে আসছেন, প্রবৃদ্ধির হার আর কখনও সাত শতাংশের নিচে নামবে না। এদিকে বিশ্বব্যাংকের প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে, ২০১৬-১৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল সাত দশমিক দুই শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাব বলছে, গত ২০১৬-১৭ অর্থবছরে দেশে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ, যা দেশের ইতিহাসে এ যাবতকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন। সরকার ওই অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৭ দশমিক ২ শতাংশ। সে হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে শূণ্য দশমিক ৮ শতাংশ বেশি অর্জিত হয়েছে। গত অর্থবছর চূড়ান্ত হিসাবে বাংলাদেশের মোট জিডিপির আকার দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৮৬ কোটি ডলার বা ২০ লাখ ৮৭ হাজার ৫৮০ কোটি টাকা।
বিবিএসের কর্মকর্তারা বলছেন, প্রায় একদশক ধরে দেশে জিডিপি প্রবৃদ্ধি ছয় শতাংশের বৃত্তে আটকে ছিল। প্রথমবারের মতো ২০১৫-১৬ অর্থবছরে প্রবৃদ্ধি ৬ শতাংশের বৃত্ত ভেঙে ৭ শতাংশ অর্জিত হয়। ওই বছর জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয় ৭ দশমিক ১১ শতাংশ। আর গত অর্থবছর তা বেড়ে হয় ৭ দশমিক ২৮ শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।