Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওআইসির সহকারী মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থী ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৮, ১:১৯ পিএম

সৌদি আরবের জেদ্দাভিত্তিক মুসলিম রাষ্ট্রের জোট অর্গানাইজেশন অব ইসলামি কো-অপারেশনের (ওআইসি) সহকারী মহাসচিব পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দাস্থ ওআইসি সদর দপ্তর সূত্র ওই পদে প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন। আর এ সম্মেলনকে সামনে রেখে ওই প্রার্থিতা নিয়ে কাজ করবে বাংলাদেশ।
প্রসঙ্গত, ওআইসি'র ৫টি সহকারী মহাসচিব পদ রয়েছে। মহাসচিবের পর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তার ওই পদে এবারে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান। তিনি কানাডা ও সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কাজ করেছেন। এ পদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী এশিয়ার দেশ কাজাখস্তান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওআইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ