পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বন্ধুদের ছুরিকাঘাতে ২ জন নিহত হবার খবর পাওয়া গেছে। একই ঘটনায় ২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে হালুয়াঘাটের শাহপাড়ায় এই ঘটনা ঘটেছে। হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া এ খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলো অধ্যাপক মজিবুর রহমানের ছেলে আকাশ (২৩) ও আনোয়ার হোসেনের ছেলে সৌরভ (২২)। আহত পলাশ ও সিরাজুল হালুয়াঘাট থানা হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি জানান, গত শুক্রবার শাহপাড়ায় ব্যাটমিন্টন খেলা নিয়ে বন্ধুদের মধ্যে প্রথমে মতবিরোধ, পরে ঝগড়া হয়। এরই জেরে শনিবার রাত সাড়ে ৭টার দিকে খেলতে গেলে প্রতিপক্ষ বন্ধুরা হামলা চালায়। হামলায় বন্ধুদের ছুরিকাঘাতে ৪ জন আহত হলে তাদের হালুয়াঘাট থানা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি কামরুল ইসলাম মিয়া জানান, কাউকে আটক করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।