পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সাবেক প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, জাতির প্রয়োজনে নবাব সলিম্ল্লুাহ কর্তৃক মুসলিম লীগ প্রতিষ্ঠা ছিল একটি সময়োচিত সঠিক পদক্ষেপ। দেশে এখন যা চলছে তা আর যাই হোক গণতন্ত্র নয়। মানুষ গুম হওয়ার ভয়ে আজ ভীত-সন্ত্রস্ত ও শংকিত। দ্রব্য মূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জাতি লজ্জিত। অনির্বাচিতরা দেশ চালাচ্ছে আবার তারা সংবিধানও সংশোধন করেছে। নির্বাচন কমিশন যদি প্রধাানমন্ত্রীর দফতরের অধীনে থাকে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। নির্বাচন কমিশনকে বিচার বিভাগের মত স্বাধীন করতে হবে।
নিখিল ভারত মুসলিম লীগের ১১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে অধ্যাপক ডাঃ এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এম.পি এডভোকেট বদরুদ্দোজা আহমেদ সুজা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডঃ আব্দুল লতিফ মাসুম, জমিয়ত উলামায়ে ইসলামের সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,সলিমুল্লাহ মেমোরিয়াল একাডেমীর সভাপতি সৈয়দ নাসরুল আহসান দলের মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশও আধিপত্য বাদীদের শকুনি দৃষ্টির আওতামুক্ত নয়। স¤প্রতি মিয়ানমার কর্তৃক প্রায় দশ লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে শরণার্থী পরিস্থিতি সৃষ্টির রেশ না কাটতেই আসামের বাংলা ভাষী মুসলমানদেরও একই পথে পাঠানোর ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র রুখতে ব্যর্থ হলে আমাদের উপর ঘোর দুর্যোগ অবশ্যম্ভাবী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।