Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন শুরু আজ

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচন ঢাকার বাইরের ২৮টি কেন্দ্রে ভোট গ্রহণের মাধ্যমে আজ শনিবার শুরু হচ্ছে। পরবর্তীতে ১৩ জানুয়ারি ও ১৬ জানুয়ারি ঢাকার বাইরে এবং ২০ জানুয়ারি ঢাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ৪৬ (১৪) ধারা অনুযায়ি ভোটার আইডি কার্ড দেখিয়ে ভোটাররা ভোট প্রদান করতে পারবেন। ভোটদানপত্র গ্রহণ করার সময় ভোটার কার্ড পুলিং অফিসারের নিকট অর্পণ করতে হবে।
আজ সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হবে এবং বেলা ১টা পর্যন্ত যেসব কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো : (১) শেরপুর সরকারী কলেজ, শেরপুর (২) নেত্রকোনা সরকারী কলেজ, নেত্রকোনা (৩) শরিয়তপুর সরকারী কলেজ, শরিয়তপুর, (৪) সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ (৫) শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল (৬) আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ, বরিশাল (৭) সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর (৮) বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, বরগুনা (৯) ঝালকাঠি সরকারি কলেজ, ঝালকাঠি (১০) পটুয়াখালী সরকারী কলেজ, পটুয়াখালী (১১) বাউফল সরকারী কলেজ, পটুয়াখালী (১২) ভোলা সরকারি কলেজ, ভোলা (১৩) ল²ীপুর সরকারি মহিলা কলেজ, ল²ীপুর (১৪) চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম (১৫) ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা (১৬) চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর (১৭) চৌমুহনী সরকারি এস এ কলেজ, নোয়াখালী (১৮) এম সি কলেজ, সিলেট (১৯) আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা (২০) সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা (২১) সরকারি মাইকেল মধুসূধন কলেজ, যশোর (২২) সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল (২৩) সরকারি কে সি কলেজ, ঝিনাইদহ (২৪) কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া (২৫) রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী (২৬) সরকারি আযিযুল হক কলেজ, বগুড়া (২৭) সরকারি কারমাইকেল কলেজ, রংপুর এবং (২৮) সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, পাবনা। আগামী ২১ জানুয়ারি রোববার সকল কেন্দ্রের ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ