Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন নিপীড়নের অভিযোগে মার্কিন ফ্লাইটে ভারতীয় প্রভু রামমূর্তি গ্রেফতার

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : বিমানে পাশের আসনে বসা নারীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ভারতীয়কে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, গত বুধবার স্পিরিট এয়ারলাইন্সের বিমানে লাসভেগাস থেকে ডেট্রয়েটে যাচ্ছিলেন ৩৪ বছরের ভারতীয় প্রভু রামমূর্তি। বিমানে জানলার ধারের আসনটিতে বসেছিলেন ২২ বছরের ওই নারী। তার ঠিক পাশেই বসেছিলেন প্রভু। আর প্রভুর পাশেই ছিলেন তার স্ত্রী।
যুবতীটি পুলিশকে বলেছেন, রাতে বিমানে তিনি ঘুমিয়ে পড়ার পরই যৌন নিপীড়নের ঘটনা ঘটে। হঠাৎই ঘুম ভেঙে তিনি দেখেন, তার শার্টের বোতাম আর প্যান্টের চেন খোলা। প্রভুর হাত প্যান্টের ভেতরে। তাকে জাগতে দেখে প্রভু তাড়াতাড়ি হাত সরিয়ে নেন। বিমানসেবিকারা ওই সময় যুবতীটিকে কাঁদতে দেখা ছাড়াও তার শার্টের বোতাম আর প্যান্টের চেন খোলা দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। তবে প্রভু রামমূর্তি যুবতীর অভিযোগ অস্বীকার করে পুলিশকে বলেছেন, ঘুমের ওষুধ খেয়ে ওই সময় তিনি গভীর ঘুমে ঢলে পড়েছিলেন। এমন কিছুই তিনি করেননি। বরং তার স্ত্রীই তাকে বলেন যে, মেয়েটি ঘুমের ঘোরে প্রভুর কোলে ঢলে পড়েছেন। তারা ওই সময় বিমানসেবিকাদেরকে আসন বদলে দেওয়ার অনুরোধ করলেও তা করা হয়নি বলে পাল্টা অভিযোগ করেন প্রভু। অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রভু রামমূর্তি। দু’বছর ধরে একটি প্রযুক্তি সংস্থায় প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করছেন তিনি। বিমানটি ডেট্রয়েটে নামার পরপরই তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার প্রভুকে মিশিগানে ফেডারেল আদালতে হাজির করা হয়। নাকচ হয়েছে তার জামিনের আবেদনও। তার বিরুদ্ধে অপরাধমূলক যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন কৌসুলিরা। সূত্র : রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ