Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাছের ট্রলারে ৫ লাখ ইয়াবাসহ ৮ জন গ্রেফতার

গভীর সমুদ্রে র‌্যাবের অভিযান

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : গভীর সমুদ্রে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে ২৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবাসহ ৮জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল (শুক্রবার) ভোরে র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেঃ কর্ণেল মিফতাহ উদ্দিন আহমদের নেতৃত্বে টেকনাফের অদূরে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায় মিয়ানমার সীমান্ত থেকে মাছের আড়ালে ইয়াবার চালান নিয়ে কক্সবাজারে যাওয়ার পথে ওই ট্রলারটি আটক করা হয়। পরে তাতে তল্লাশি চালিয়ে মাছ রাখার প্রকোষ্ঠে সুকৌশলে লুকানো ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় আটজনকে।
তারা হলো চট্টগ্রামের আনোয়ারার নুর মোহাম্মদের পুত্র মোঃ কালু মাঝি (৪৫), খুলুশকুর গ্রামের আবদুল জলিলের পুত্র মোঃ রফিক (৫২), গহিরার ছালেহ আহমদের পুত্র মোঃ রফিক(৪৫), সুন্নাপাড়ার খবির আহমদের পুত্র মোঃ হাসান (৩০), গহিরার মজ্জল আহম্মদের পুত্র হাসমত আলী (৩৫), দোবাসীর হাটের সোলায়মানের পুত্র নুরুল আলম (৩৭), খদ্দ গহিরা গ্রামের ইউসুফ আলীর পুত্র মোঃ নাসির (৪৫) ও আবদুল মান্নানের পুত্র মজিবুল ইসলাম (৪০)।
গ্রেফতারকৃতরা জানায় ইয়াবার মালিক পটিয়া উপজেলার মুরালী গ্রামের মোঃ ইউসুফ (৪৫)। ইতিপূর্বে তারা ইয়াবার বেশ কয়েকটি চালান খালাস করেছে বলে স্বীকার করে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান র‌্যাব কর্মকর্তারা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা। গত এক বছরে র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে ৭৪ লাখ ২১ হাজার ৮৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ