পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে সকল খেলোয়ারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি টিকেট কালেঅবাজারি রোধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক মানের নিরাপত্তা দেওয়া হবে। এজন্য পুলিশ, র্যাবসহ সব সংস্থা কাজ করবে ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে নিরাপত্তা সভায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ কথা বলেছেন। ডিএমপি কমিশনার পুলিশকে নির্দেশনা দিয়ে বলেন, রাষ্ট্রীয় সম্মান রক্ষার্থে কাজ করতে হবে। পুলিশ ও বিসিবির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, বিমানবন্দর কেন্দ্রিক, খেলোয়াড়দের আবাসস্থল, খেলার ভেন্যু, প্র্যাকটিস ভেন্যু ও যাতায়াত পথের নিরাপত্তার জন্য কঠোর অবস্থান গ্রহণ করা হবে। আর হোটেলগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হবে।
ডিএমপি এ সভায় আছাদুজ্জামান পুলিশ কর্মকর্তাদের বলেন, টিকিট কালবাজারি ঠেকাতে প্রস্তত থাকবে ডিবি ও পোশাকধারী পুলিশ। পর্যাপ্ত ছেলে ও মেয়ে ভলেন্টিয়ার বিসিবিকে নিয়োগ করতে হবে। খেলা ও অনুশীলনের আগে এসবি ও র্যাব দিয়ে ভেন্যু সুইপিং করা হবে। অগ্নিনির্বাপণের জন্য হোটেল ও ভেন্যুতে থাকবে পর্যাপ্ত ব্যবস্থা। খেলোয়াড়দের যাতায়াত পথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। মোতায়েন থাকবে পর্যাপ্ত রুফটপ ডিউটি ও টহল ব্যবস্থা। রাস্তার পাশে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদসহ ময়লা-আবর্জনা অপসারণও করা হবে।
উল্লেখ্য, আগামী ১৫ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সিরিজ। সিরিজে স্বাগতিক বাংলাদেশ, শ্রীলংকা ও জিম্বাবুয়ে অংশ নেবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।