Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘন কুয়াশায় দিল্লিতে বিমান ও ট্রেন চলাচল ব্যাহত

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ভারতের রাজধানীতে শুক্রবার ঘন কুয়াশার কারণে বিমান ও ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। নববর্ষ থেকে অব্যাহত কুয়াশার কারণে রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বিমান ও ট্রেন চলাচল বিঘœ ঘটছে। কর্মকর্তরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে গতকাল ভোর রাত থেকে দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭ টি ফ্লাইট ও একশ’রও বেশি ট্রেন চলাচলে বিঘœ ঘটেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিনিয়র এক কর্মকর্তা বলেছেন,ঘন কুয়াশার কারণে অন্ধকারাচ্ছন্ন থাকায় দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। রানওয়ের পঞ্চাশ মিটারেরও কম এলাকা বরফে ঢাকা পড়ে। একই কারণে নয়াদিল্লী রেলওয়ে স্টেশন ও পুরনো দিল্লী রেলওয়ে স্টেশনের ৬২ ট্রেন দেরিতে ছাড়া হয়েছে এবং ২০টির সময় পরিবর্তন ও ১৮টি বাতিল করা হয়েছে। রেলওয়ের সিনিয়র একজন কর্মকর্তা একথা জানিয়েছেন। নতুন বছরের শুরু থেকেই ঘন কুয়াশার কারণে বিশেষ করে সকালের দিকের ফ্লাইট ও ট্রেন চলাচলে বিঘœ ঘটছে। সূত্র : সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ