Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামকে মুসলিমশুণ্য করার চক্রান্ত বরদাস্ত করা হবে না -বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দ

বিশ্বমুসলিম আবারো ক্ষুব্ধ হয়ে উঠবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আসামকে মুসলিমশুণ্য করার ভারতীয় চক্রান্তের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দ। গতকাল পৃথক পৃথক বিবৃত্তিতে বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দ বলেন আসামকে মুসলিমশুণ্য করার ভারতীয় চক্রান্ত বরদাস্ত করা হবে না। এ চক্রান্ত বন্ধ না করলে বাংলাদেশসহ বিশ্বমুসলিম আবারো ক্ষুব্ধ হয়ে ওঠে প্রতিহত করবে।
মাওলানা শাহ আতাউল্লাহ
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ ভারতের আসাম রাজ্যে ষড়যন্ত্র মূলক ১ কোটি ৯০ লাখ নাগরিকের তালিকা প্রকাশ ও মুজাফ্ফর নগরে বিজেপি নেতা বিক্রম সাইনির বক্তব্য ‘ভারত শুধু হিন্দুদের দেশ, যারা হিন্দু ধর্ম অনুসরন করছেন ভারত শুধু তাদের’ এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এসব পদক্ষেপ ও চিন্তা মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। ভারতের মুসলমানদের বিরুদ্ধে এ ষড়যন্ত্র বরদাশত করা হবে না। বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের উচিত জবাব দিবে ইনশাআল্লাহ। বিজেপি নেতার বক্তব্য প্রমান করে সে ইতিহাস সম্পর্কে অজ্ঞ। কেননা মুসলমানরাই ১ হাজার বছর ভারত শাসন করেছে এবং মুসলমানরাই ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করেছিল। সে মুসলমানরা ভারতের নাগরিক না এমন কথা পাগলের প্রলাপ।
গতকাল সকালে রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদরাসায় ওলামায়ে কেরামের সাথে মতবিনীময় কালে তিনি এইসব কথা বলেন, এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর হাজী মাওলানা ফারুক আহমাদ, মহাসচিব মাওলানা হাবিবুল¬াহ মিয়াজী, মুফতি মুজীবুর রহমান, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা সানাউল্লাহ ও মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী প্রমুখ।
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
সম্প্রতি ভারতের আসাম রাজ্যে ১ কোটি ৯০ লক্ষ মুসলিম নাগরিকের তালিকা প্রকাশ করায় বাংলাদেশের মুসলমানেরা জেরুজালেমের ঘটনার পর নতুন করে ক্ষুব্ধ হয়েছে। এ তালিকা প্রকাশ ভারতকে মুসলিমশুণ্য করে সম্পূর্ণরূপে হিন্দু রাষ্ট্র বানানোর চক্রান্ত বলেই মনে হচ্ছে। যা বাংলাদেশ তথা বিশ্ব মুসলিম কখানো মেনে নিতে পারে না। জন্মগতভাবে আসামের আদিবাসী অসংখ্য মুসলমানের নাম এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যা দুরভিসন্ধিমূলক ও পরিকাল্পিত বলে পর্যবেক্ষক মহলের ধারণা। গতকাল এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।
তিনি আরো বলেন মুসলিম উম্মাহর পুণ্যভূমি জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি যেভাবে বিশ্ব মুসলিম মেনে নেয়নি ঠিক তেমনি তালিকা প্রকাশ করে আসাম থেকে মুসলিম বিতাড়নের এই নীল নকশাও বিশ্ব মুসলিম কখনো মেনে নিবেনা। বরং এতে করে ভারতসহ মুসলিমবিশ্বে নতুন করে ভয়াবহ অস্থিরতা দেখা দিবে। মাওলানা আফেন্দী আরো বলেন ভারতের বিজেপি সরকারের যে সব নেতা ইতোমধ্যে ভারতকে সম্পূর্ণরূপে হিন্দু রাষ্ট্র বানানোর হুমকি দিয়েছেন, ১ কোটি ৯০ লক্ষ মুসলমান নাগরিকের তালিকা প্রকাশ মূলত: ঐ হুমকি বাস্তবায়নেরই প্রথম ধাপ বলে আশংকা করা হচ্ছে। তিনি বলেন বাংলাদেশ সরকারকে অতি দ্রুত ভারতের এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে হবে। ভারতীয় চক্রান্ত বন্ধ না করলে ইসলামী দলগুলো ধর্মপ্রাণ মুসলমানদেরকে সাথে নিয়ে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ