Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিবি পরিচয়ে অপরাধ করলেই শাস্তি

সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কেউ কোনো অপরাধ করলে, সে যেই হোক অপরাধ তদন্ত করে তাকে আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে । ডিবি পরিচয় দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ডাকাতির অভিযোগে ৪ জনকে গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এ কথা বলেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টুরোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ডাকাতির কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, এর আগেও ভুয়া ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন চাঁদাবাজি, ছিনতাই ও অপহরণ করেছে। তাদের গ্রেফতার করা হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে তারা আবার ডাকাতির ঘটনা ঘটায়।
পুলিশ কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ডিবি পরিচয়ে যদি কেউ কোনো অপরাধ করে তাহলে অবশ্যই ঘটনার তদন্ত করা হবে। যদি অপরাধের প্রমাণ মিলে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সোমবার দিবাগত রাতে কোতয়ালি থানা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর ৫২ লাখ টাকা ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওই ঘটনা সম্পর্কে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. মাসুদ গাজী, মো. ইদ্রিস ওরফে বাবু ফরাজী, মো. আসাদ ও মো. ফারুক আহম্মেদ। এ সময় তাদের কাছ থেকে ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়।
ডাকাতির বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার বলেন, গত ১৪ ডিসেম্বর কোতয়ালির রায় সাহেব বাজারের পপুলার ডায়গনস্টিক সেন্টারের সামনে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৫১ লাখ ৬৭ হাজার ডাকাতি হয়। ১০-১১ জন ডাকাত এসে এ ঘটনা ঘটায়।
আব্দুল বাতেন আরো বলেন, আমরা সব সময়ই গার্মেন্টস অথবা ব্যাংকের মালিকদের বড় অংকের টাকার লেনদেনের সময় স্থানীয় থানা পুলিশের সহায়তা নিতে বলছি। কিন্তু তারা সহায়তা নিচ্ছেন না। তাই এই ধরনের ঘটনা রোধ করা কঠিন হয়ে পড়ছে। কারণ ছিনতাইকারী, ডাকাত, অপহরণ চক্রের সদস্যরা বড় অংকের টাকা লেনদেনের সময় টার্গেট করে ওৎ পেতে থাকে।
পুলিশ কর্মকতাদের অভিযোগ, অপরাধী চক্র নানা কৌশলে অপরাধ করে। তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি, ডাকাতি,অপহরণসহ বিভিন্ন অপরাধা করে। আমরা এদেরে সনাক্ত করে তাদের কয়েকজনকে গ্রেফতার করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ