Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাফলংয়ে পাথর কোয়ারিতে মাটি চাপায় ৪ শ্রমিক নিহত

সিলেট অফিস | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সিলেটের জাফলং পাথর কোয়ারিতে মাটি চাপায় চার শ্রমিক নিহত হয়েছেন। আহতাবস্থায় ৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা হচ্ছেন, সাদেক মিয়া (২৫) হেলাল আহমদ (২৫) ও মিজান আহমদ (২৯)। এছাড়া ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো একাধিক শ্রমিক। গতকাল মঙ্গলবার বিকেলে জাফলং জুমপাড় মন্দির এলাকায় নানু মিয়ার পাথর কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিকেলে ওই কোয়ারিতে ৮/১০ জন শ্রমিক পাথর উত্তোলনরত অবস্থায় হঠাৎ করে মাটি চাপায় পড়ে যায়। এতে নিহত হন ৪ জন। এদের মধ্যে নুর মিয়া ছাড়া অন্যদের নাম পাওয়া নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গোয়াইনঘাট থানার (ওসি-তদন্ত) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। উদ্ধারসহ পরিস্থিতি উত্তরণে সার্বিক ভ‚মিকায় পুলিশ যথাসম্ভব কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ