পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইংরেজি পুরনো বছর বিদায় ও নববর্ষবরণের (থার্টিফার্স্ট) পালন করেছে রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষ। নববর্ষে নিরাপত্তা পরিস্থিতি নির্বিঘœ রাখতে রাজধানীজুড়ে ব্যাপক পদক্ষেপ নেয়া হয়েছে। ধানমন্ডি, গুলশান, উত্তরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চ লাইট নিয়ে টহল দিয়েছে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার। গতকাল রোববার সন্ধ্যার আগ থেকেই রাজধানীজুড়ে পুলিশ, র্যাবসহ নিরাপত্তা বাহিনীর ব্যাপক টহল চোখে পড়ে। সন্ধ্যার পর রাজধানীর আকাশে চক্কর দিতে দেখা যায় হেলিকপ্টার। গুলশান এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) কর্নেল মো. আনোয়ার লতিফ খানসহ শীর্ষ কর্মকর্তারা। ঢাকামহানগর পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন। গুলশান-২ নম্বর গোল চত্বরে ল্যান্ডমার্ক টাওয়ারের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন কর্নেল আনোয়ার লতিফ। তিনি জানান, সার্চ লাইট নিয়ে হেলিকপ্টার টহল দেয়া হচ্ছে। আকাশে কুয়াশা থাকলেও এই সার্চ লাইট দিয়ে নিচে স্পষ্ট দেখা যাবে। মূলত বাড়ির ছাদ ও রাস্তাঘাটে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই হেলিকপ্টার টহল চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী, থার্টিফার্স্টে রাত ৮টার পর থেকে কোনো গাড়ি গুলশান এলাকায় ঢুকতে দেয়া হয়নি। ডগ স্কোয়াড নিয়ে গাড়ি তল্লাশি করছেন র্যাব সদস্যরা। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করেছি। এদিকে, থার্টিফার্স্ট উদযাপনকে কেন্দ্র করে গুলশান এলাকার প্রবেশ মুখগুলোতে অবস্থান নিয়েছিলো বিপুল সংখ্যক পুলিশ সদস্য। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলেই তল্লাশি করা হয়। নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপে অনেকে সন্তোষও প্রকাশ করেছেন। গতকাল রাত ১০টার দিকে শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়গামী রাস্তায় ব্যারিকেড বসিয়ে হ্যান্ডমাইকে এমনভাবেই ঘোষণা দিচ্ছিল পুলিশ। পুলিশের সামনে জটলা পাকিয়ে দাঁড়িয়ে অর্ধশতাধিক তরুণ-তরুণী। সবাই ভেতরে প্রবেশ করতে চাইছিল। কিন্তু পুলিশ কিছুতেই প্রবেশ করতে দিবে না। তরুণদের কয়েকজন নিজেদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরিচয় দিলে পুলিশের একজন কর্মকর্তা আইডি কার্ড দেখিয়ে যেতে বললেন। থার্টিফাস্ট নাইটে চার দেয়ালের মধ্যে অনুষ্ঠান আয়োজনের অনুমতি থাকলেও বাড়ির ছাদে কোনও আয়োজন করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, থার্টি ফার্স্ট উদযাপন উপলক্ষে ঢাবি এলাকার বিষয়ে আগেই কিছু বিধিনিষেধের কথা জানানো হয়েছিল। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল রাতে সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। তল্লাশি চৌকিতে তল্লাশির মাধ্যমে আবাসিক এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে। চেকপোস্ট গুলোতে র্যাব পুলিশ ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা কাজ করছেন। যেসব স্থানে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে সেখান ডগ স্কোয়াড দিয়ে আগেই সুইপিং করা হচ্ছে। প্রস্তত রাখা হয়েছে বোমা ডিসপোজাল ইউনিট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।