পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আপনি যদি মনে করে থাকেন যে, ‘টিউবলাইট’ ফ্লপ করায় বলিউডে সালমানের যুগ শেষ হয়ে গেছে তাহলে আপনার ধারণা ভুল। তিনি ফিরে এসেছেন এবং তার ফিরে আসাটা হয়েছে রাজসিক। মাত্র ৮ দিনে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি প্রমাণ করে দিয়েছে ‘টাইগার’ (সালমান খান) আসলেই জীবিত আছেন।
‘সুলতান’ (৩০০) ও ‘বজরঙ্গি ভাইজান’ (৩২০ কোটি রুপির) পর ‘টাইগার জিন্দা হ্যায়’ ঢুকতে যাচ্ছে ৩শ’ কোটির অভিজাত ক্লাবে।
মাত্র এক সপ্তাহে ছবিটির আয় ২শ’ কোটি রুপি। আর নির্দিষ্ট করে বললে, আট দিনে এটি আয় করেছে ২২৪ কোটি রুপিরও বেশি।
ছবিটি নিয়ে উচ্ছ¡সিত ভারতীয় বিভিন্ন মহল। অনেকের ধারণা এটি হতে যাচ্ছে চলতি বছরের শেষ ও সবচেয়ে ব্যবসাসফল ছবি। এমনকি এ বছরের সফল ছবি ‘গোলমাল অ্যাগেইন’কে (৩০৯ কোটি) শিগগিরই পেছনে ফেলবে ‘টাইগার জিন্দা হ্যায়’। অনেকে মনে করছেন এটি আসলে ‘বাহুবলী’ ছবিটির পুনরাবৃত্তি। সেটি যেমন প্রথম খÐকে ছাপিয়ে দ্বিতীয় খÐ হয়েছিল। তেমনি এটিও ছবির প্রথম খÐ ‘এক থা টাইগার’কে ছাপিয়ে যাবে।
‘টাইগার জিন্দা হ্যায়’ গত ২২ ডিসেম্বর মুক্তি পায়। এটি হলো ২০১২ সালের বøকবাস্টার ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল। আগের ছবির মতো এবারও টাইগার ও জয়া চরিত্রে অভিনয় করেছেন সালমান ও ক্যাটরিনা। পরিচালকের আসনে কবির খানের স্থলাভিষিক্ত হয়েছেন আলি আব্বাস জাফর। পাঁচ মহাদেশে হয়েছে এ ছবির শুটিং। নিম্নে দিবসভিত্তিক কালেকশনের তালিকা দেয়া হ’লঃ
১ম দিন (২২ ডিসে.) : ৩৪.১০ কোটি।
২য় দিন (২৩ ডিসে.) : ৩৫.৩০ কোটি।
৩য় দিন (২৪ ডিসে.) : ৪৫.৫৩ কোটি।
৪র্থ দিন (২৫ ডিসে.) : ৩৬.৫৪ কোটি।
৫ম দিন (২৬ ডিসে.) : ২১.৬০ কোটি।
৬ষ্ট দিন (২৭ ডিসে.) : ১৭.৫৫ কোটি।
৭ম দিন (২৮ ডিসে.) : ১৫.৪২ কোটি এবং
৮ম দিন (২৯ ডিসে.) : ১৮ কোটি (আনুমানিক)। সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।