Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কমেছে শতভাগ পাস ও বেড়েছে শূন্য পাসের প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে গেছে। অন্যদিকে বেড়েছে শূণ্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা। এবার ৫ হাজার ২৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। আর ৫৯টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। জেএসসি-জেডিসিতে এবার সম্মিলিতভাবে ৮৩ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবারের থেকে পাসের হার কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ পয়েন্ট। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল (শনিবার) সচিবালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। গত বছর জেএসসি-জেডিসিতে ৯ হাজার ৪৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছিল। আর ২৮টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল। এই হিসেবে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা চার হাজার ১৭১টি কমেছে। আর সব শিক্ষার্থী ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩১টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ