Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিএস প্রিলিমিনারিতে বহিষ্কার ১৫

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 

স্টাফ রিপোর্টার : সারা দেশে গতকাল শুক্রবার অনুষ্ঠিত ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোবাইল ব্যবহারসহ বিভিন্ন অসদুপায় অবলম্বনের কারণে মোট ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় উপস্থিতির হার
ছিল ৮৩ শতাংশ। পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন। পিএসসি চেয়ারম্যান বলেন, ‘এই পরীক্ষায় পরীক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং শিক্ষার্থী-অভিভাবক সবার সহযোগিতা পেয়েছি। এবার প্রশ্ন ফাঁস হয়নি।’ সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
পিএসসি জানিয়েছে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। এটিই ছিল বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থীর আবেদন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ