Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যানবাহনের দীর্ঘ লাইন, যাত্রী ভোগান্তি

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ১২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আরিচা সংবাদদাতা : পদ্মা-যমুনা অববাহিকায় সন্ধ্যা-সকাল ঘনকুয়াশার চাদরে ছেয়ে থাকায় নৌ-পথ নির্দেশক মার্কার বাতি (বিকন) বাতি দৃষ্টিগোচর না হওয়ায় প্রায় প্রতিদিনই নৌ-যান চলাচলে বিঘœ ঘটছে।ঘন কুয়াশার কারণে গত বৃহঃস্পতিবার দিবাগত রাত ১১ টা থেকে গতকাল শুক্রবার বেলা ১১ টা পর্যন্ত দীর্ঘ ১২ ঘন্টা পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি , লঞ্চসহ সকল নৌ-যান চলাচল বন্ধ ছিল।এতে উভয় ঘাটে ফেরি পারের জন্য আসা নৈশ কোচ ও ট্রাকগুলো এসে আটকে পড়ে।ঘন্টার পর ঘন্টা ঘাটে আটকে থেকে নৈশ কোচের যাত্রীরা সিমাহীন দুর্ভোগ পোহায়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে ফেরি পার হতে আসা যানবাহনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পায় । ফলে উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে উভয় ঘাটে সহস্রাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
বিআইডবিøউটিসি’র পাটুুরিয়া ঘাট ম্যনেজার মহিউদ্দিন রাসেল জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পদ্মায় ঘন কুয়শা পড়তে থাকে। গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌ-পথ ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে রাত ১১ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। গতকাল শুক্রবার বেলা ১১ টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে ঘাটে এবং মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় মোট ১১টি ফেরি।
ঘাট এলাকায় কমর্রত বাস, ট্রাক শ্রমিকরা জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পারে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে যাত্রীবাহীবাসসহ সহস্রাধিক যানবাহন। নৈশ কোচগুলো দিনে দিবা কোচগুলো রাতে পার হতে পারছে বলে ভুক্তভোগীরা জানান। কুয়াশাচ্ছন্ন শীতের রাতে ঘাটে ও ফেরিতে আটকে পড়ে বন্ধি অবস্থায় সীমাহিন দুর্ভোগ পোহায় যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুরা চরম দুর্ভোগের শিকার হয়।প্রকৃতির ডাকে সাড়া দেয়াসহ পানাহারের সমস্যায় পড়ে যাত্রীরা।
বিআইডবিøউটিসির অফিস সূত্রে জানা যায়, ৮ টি রো-রো ফেরিসহ মোট ১৮ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে রো-রো ফেরি কেরামত আলী সাময়িক মেরামতে রয়েছে। সচল ১৭ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় এ সমস্যায় পড়তে হচ্ছে।পাটুরিয়া এবং দৌলতদিয়া ঘাটের অপেক্ষমান যানবাহনের দীর্ঘ লাইন উভয়প্রান্তে মহাসড়কের ৩ থেকে ৪ কিলোমিটার পর্যন্ত গড়াচ্ছে। পাটুরিয়াপ্রান্তে নবগ্রাম বাসস্টান্ড ও আশাদহ ব্রীজ পর্যন্ত দৌলতদিয়াপ্রান্তে ক্যানাল ঘাট দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত পৌছিয়েছে যানবাহনের লাইন।এছাড়া পাটুরিয়া ঘাটে যানজট এড়াতে ঢাকা-আরিচা মহাসড়কের উথুলি মোড়ে ট্রাকগুলোকে আটকিয়ে আরিচামুখী সড়কে ২ থেকে ৩ কিলোমিটার দীর্ঘ লাইনে অপেক্ষায় রাখা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ