পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আবুল কালাম আজাদ, বালাগঞ্জ (সিলেট) থেকে : প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ মোমতাজী বলেন, মাদরাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও কম্পিউটার শিখানো হয়। কিছু মানুষ মনে করে সেখানে ধর্মীয় ছাড়া আর কিছু শিখে না। আসলে এটা ভুল ধারণা। মাদরাসা শিক্ষা এখন সেরা শিক্ষায় পরিনত হয়েছে। যা বিশ^বিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় দেখা যায় মাদরাসার ছাত্ররা বেশি পাশ করছে। বিসিএস এ পাশ করছে। মাদরাসা শিক্ষার মাধ্যমে এদেশে সুনাগরিক সৃষ্টি হচ্ছে। ইসলামি তাহযিব তামাদ্দুন প্রতিষ্ঠায় মাদরাসার রয়েছে অনন্য অবদান। এদেশে মাদরাসা শিক্ষা না থাকলে ইসলাম থাকবে না। আর ইসলাম না থাকলে দেশ অশান্তি আর অরাজকতা ভওে যাবে। মনুষ্যত্ব আর মানবতা সব উঠে যাবে। বিশে^র দিকে তাকালে আমরা এদৃশ্য দেখতে পাই। আমাদের দেশে যত জঙ্গি পাওয়া গেছে একটিও মাদরাসার না। তাই মাদরাসা রক্ষা করতে আমাদের সর্বাগ্রে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ মোমতাজী গতকাল শুক্রবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার হযরত শাহজালাল (রাহ.) কামিল মাদরাসার ৫০তম তিনদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় মহাসচিব প্রিন্সিপাল মাওলানা একেএম মনোওর আলীর সভাপতিত্বে ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমিরুল ইসলামের পরিচালনায়া উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, বিশেষে অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিসুর রহমান, থানা ওসি মো: সহিদ উল্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপস্থিত ছিেেলন, গোয়ালাবাজা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, পীর হারুন মিয়া, আলহাজ¦ আব্দুল মতিন চৌধুরী, শাহনুরুর রহমান শানুর, জয়িাতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সদস্য আব্দুল হান্নান তহুর, ওসমানীনগর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, যুবলীগ নেতা দিলদার আলী, জমিয়াতুল মোদার্রেছীন বালাগঞ্জ উপজেলার সভাপতি প্রিন্সিপাল মাওলানা ড. শহীদ আহমদ বোগদাদী প্রমূখ। ইসলামি মহাসম্মেলন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন মাদরাসার প্রিন্সিপাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।