Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়র প্রার্থী হিসেবে বাবা ছেলের নাম ঘোষণা করে এটা কেমন গণতন্ত্র

ওবায়দুল কাদেরের প্রশ্ন

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভেতরে কোন গণতন্ত্রের চর্চা নেই। মেয়র প্রার্থী হিসেবে বাবা ছেলের নাম ঘোষণা করে এটা কেমন গণতন্ত্র?
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই শীতবস্ত্র /কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, আজকে দেখলাম বাবা (আব্দুল আওয়াল মিণ্টু) তার ছেলেকে (তাবিথ আওয়াল) ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ঘোষণা করেছে। বাবা বিএনপির নেতা। তিনি তার ছেলেকে মনোনয়ন দিয়েছেন। যেই ছেলের নাম প্যারাডাইজ পেপারে এসেছে। বাবা ছেলের নাম ঘোষণা করে, এটা কেমন গণতন্ত্র? বিএনপিতে কোন গণতন্ত্র নেই।
তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী হতে হলে আমাদের মনোনয়ন বোর্ড থেকে নাম আসবে। আমি পার্টির সাধারণ সম্পাদক, হঠাৎ করে বলে দিলাম যে আওয়ামী লীগের সে প্রার্থী, এটা আমাদের দলে হবে না।
নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন প্রতিযোগিতায় অসুস্থ কোন্দলে জড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ একটা বড় দল। বড় দলের কিছু কিছু সমস্যা থাকে। কিন্তু আমাদের দলের সবচেয়ে বড় সৌন্দর্য্য হচ্ছে, আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের পার্টির সভাপতি। তার নেতৃত্বে আমাদের দল ঐক্যবদ্ধ।
কাদের বলেন, আমাদের যদি কোন মেজর সমস্যা হয় এবং আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদের সভাপতির হস্তক্ষেপে সমস্যা সমাধান হয়। আমাদের পার্টিতে অনাকাঙ্খিত কিছু ঘটতে আমরা দিচ্ছি না। আমাদের দলের একজন অন্যায় করবে শাস্তি পাবে না এটা হয় না। এমন ঘটনা যা ঘটেছে তবে আমরা প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। এমনকি আমাদের দলের নেতাকর্মীরা আদালতে গেলেও সরকার কোন হস্তক্ষেপ করছে না।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে সুস্থ প্রতিযোগিতা থাকবে। কোন প্রার্থী আগ্রহ প্রকাশ করতেই পারে। কোন জায়গায় ১০-১৫ জন প্রার্থী আছে, থাকতে পারে। কিন্তু দলীয় মনোনয়ন দেবেন আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনা, সেটা মনোনয়ন বোর্ডের মাধ্যমে।
তিনি বলেন, আর প্রতিযোগিতা অসুস্থ হলে শাস্তি হবে। সুস্থ হলে সুস্থ প্রতিযোগিতা আমরা নিজেরাই উদ্ভুদ্ধ করছি। কারণ আমাদের দলের সুস্থ গণতন্ত্রের একটা প্রতিযোগিতা হয়। এতে আমরা নিজেরাই উদ্ভুদ্ধ করি। মনোনয়ন দেয়ার পর আওয়ামী লীগে বিদ্রোহের পরিমানটা একেবারে কম। প্রার্থী মনোনয়ন শেষ হলে বলা যাবে কলহ-কোন্দল কি পরিমান। তবে এটা আমাদের জন্য কোন বাধা হয়ে দাড়াবে না।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে খালেদা জিয়ার মামলায় সরকারের কোন হাত নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়া নির্দোষ প্রমানিত হবেন। খুব ভালো কথা। আদালতের বিচারে তিনি যদি নির্দোষ প্রমানিত হয় অবশ্যই খালাস পাবেন। এখানে সরকারের কোন হস্তক্ষেপ নেই।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শত শত লোক হুড়োহুড়ি করে একে অপরে উপর আছড়ে পড়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। হাতাহাতি, মারামারি, চেয়ার ছোড়াছুড়িও ঘটনা ঘটে। এসময় মঞ্চে ছিলেন ওবায়দুল কাদের
মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি’তে কম্বল বিতরণের খবর পেয়ে শত শত নারী-পুরুষ ছিন্নমূল মানুষ জড়ো হন। কিন্তু বিশৃঙ্খলার কারণে অনেককেই আশাহত হতে হয়। কম্বলের বদলে কারো কারো ভাগ্যে জুটেছে পুলিশের পিটুনি। এসময় দেখা যায় কেউ ২/৩ টা কম্বল নিয়ে যাচ্ছে আবার কেউ আবার খালি হাতে ফিরছে।
কম্বল নিয়ে নারী-পুরুষের চেয়ার ছুড়াছুড়ি ও মারামারি দেখে মঞ্চ থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ মাইকে বলতে থাকেন, ‘আমাদের অনেক কম্বল আছে, আপনারা ধৈর্য্য ধরেন।’
এব্যাপারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ জানান, দুদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। এজন্যই কম্বল বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছিল। আমাদের কম্বল ছিল প্রায় এক হাজার। আর মানুষ ছিল ৭/৮শ। ধৈর্য্য ধরে নিলে সবাই সুন্দরভাবে পেত।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহসভাপতি নুরুল আমিন রুহুল, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন ও গোলাম আশরাফ তালুকদার, কাজী মোর্শেদ কামাল, প্রচার সম্পাদক মো. আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 



 

Show all comments
  • শাহেদ আলী ২৯ ডিসেম্বর, ২০১৭, ৬:১৭ এএম says : 0
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের প্রশ্নটি যুক্তিযুক্ত।
    Total Reply(0) Reply
  • Mawlana Yeasin ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:৫৯ পিএম says : 0
    নিজের চকরায় তেল দিন,সুষ্ট নির্বাচন হলে আপনিও মনে হয় এম পি হতে পারবেন না।
    Total Reply(0) Reply
  • Forhad Hossain ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:৫৯ পিএম says : 0
    কাদের সাহেব কথাটা কি ভেবে বলছেন নাকি আবেগ
    Total Reply(0) Reply
  • Farhad Aziz Kiron ২৯ ডিসেম্বর, ২০১৭, ১:০০ পিএম says : 0
    ha ha কি নেতা , নিজের দলের ঠিক নাই....................................... মারামারি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ