পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পুরো বিষয়টি তদন্ত করে দ্রæত রিপোর্ট দিতে বলা হয়েছে। ওই ঘটনায় ২জন পাইলট সামান্য আহত হয়েছে। আইএসপিআর-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান কক্সবাজারের মহেশখালী এলাকায় বিধ্বস্ত হয়। বিমান দুটি প্রশিক্ষণ উড্ডয়নে নিয়োজিত ছিল। বিমানের চার জন বৈমানিক সফলভাবে বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে অবতরণ করেন। তাদের প্রত্যেককেই জীবিত অবস্থায় নিরাপদে উদ্ধার করা হয়। চার বৈমানিকের মধ্যে তিন জনকে বিমান বাহিনীর মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টারের মাধ্যমে রাতেই উদ্ধার করে বিমান ঘাঁটি জহুরুল হক-এ নিয়ে আসা হয় এবং পরবর্তীতে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল হাসপাতালে (বিএনএস) স্থানান্তর করা হয়। অন্য পাইলটকে বিএএফ ঘাঁটি কক্সবাজারের গ্রাউন্ড রেসকিউ টিম উদ্ধার করে প্রথমে কক্সবাজারে নেয়া হয়। পরে তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে প্রথমে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটিতে এবং পরবর্তীতে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।