Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জনগণের ট্যাক্সের টাকায় চলেন এটা ভুলে যাবেন না’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ করে আদালত বলেছেন, ক্ষমতা থাকলেই আপনারা নিজেদেরকে প্রশাসক বা বাহাদুর মনে করবেন না। মনে রাখবেন, আপনারা জনগণের সেবক, জনগণের সেবা করার জন্যই আছেন। জনগণের ট্যাক্সের টাকায় চলেন, বেতন পান। একজন রিকশাওয়ালাও ট্যাক্স দেন। এটা ভুলে যাবেন না। এটা স্বাধীন দেশ। সব ক্ষমতা সবসময় দেখানো উচিত নয়।
গতকাল বৃহস্পতিবার আইনজীবীকে সাজা দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের ভুড়ুঙ্গামারীর সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায় নিঃশর্ত ক্ষমার আবেদন এফিডেভিট আকারে দাখিল করার পর বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি কে এম কামরুল কাদেরের অবকাশকালীন বেঞ্চ এ কথা বলেন।
প্রথমেই বিরোদা রানী রায়ের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব আদালতে নিঃশর্ত ক্ষমার আবেদনটি পড়ে শোনান। আবেদনে বলা হয়, আমি স্বজ্ঞানে-স্বেচ্ছায় এটা করেছি। ওই ঘটনার জন্য অনুতপ্ত। আমি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।
এ পর্যায়ে আদালত প্রশ্ন রাখেন, স্বেচ্ছায়-স্বজ্ঞানে মোবাইল কোর্ট আইন ভঙ্গ করে একজন প্রবীণ আইনজীবীকে সাজা দেওয়ায় কি আপনাকে শাস্তি দেওয়া হবে না? আপনি প্রসিডিউর ভঙ্গ করে একজন আইনজীবীকে শাস্তি দিলেন, এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা নিজেদেরকে জনগণের প্রশাসক মনে করেন, নিজেদেরকে বাহাদুর মনে করেন। আপনারা যে জনগণের সেবক এটা ভুলে যান। এরপর আদালত এসি ল্যান্ড বিরোদা রানীকে ডায়াসের সামনে যেতে বলেন। আদালত বলেন, আপনি এ ঘটনার জন্য কি অনুতপ্ত? আপনি আবেদনে যা যা লিখেছেন তা কি জেনে-বুঝে লিখেছেন? এসি ল্যান্ড বিরোদা রানী রায় ‘হ্যাঁ’-সূচক জবাব দেন।
আদালত বলেন, আপনি ইয়াং মানুষ, বয়স কম। আপনার ভবিষ্যৎ রয়েছে। আপনার জীবনে অনেক দূর যেতে হবে। অনেক সহিঞ্চু হতে হবে। ধৈর্য্য ধরতে হবে। এসব বিবেচনা করে আমরা আপনার ক্ষমার আবেদন গ্রহণ করছি। আর আপনি যেটা করেছেন, এভাবে মোবাইল কোর্ট বসানো যায় না। আপনার অফিসে বা আপনার ওপর হামলা হতো সেটা ভিন্ন কথা ছিল। পাবলিক অফিসে কাজ করতে হলে মন-মেজাজ কন্ট্রোল রেখে কাজ করতে হবে। প্রয়োজনে সিনিয়রদের সহযোগিতা নেবেন। আমরাও আইনি কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়লে সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নিই। অনেক সময় অ্যামিকাস কিউরি নিয়োগ দেই। একটি কথা মনে রাখবেন, সব ক্ষমতা সবসময় দেখানো উচিত নয়। পরে আদালত এসি ল্যান্ড বিরোদা রানী রায়ের নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে দেন।একইসঙ্গে প্রবীণ আইনজীবী বিনোদ বিহারীকে মোবাইল কোর্টে ৫০০ টাকা জরিমানার আদেশ বাতিল করেন।
এর আগে গত ১৭ ডিসেম্বর কক্ষে বসা নিয়ে এক আইনজীবীকে সাজা দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের ভুড়ুঙ্গামারীর সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায়কে তলব করে আদেশ দেন হাইকোর্ট।
প্রসঙ্গত, কথা কাটাকাটির জের ধরে বিরোদা রানী রায় তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিনাজপুরের প্রবীণ আইনজীবী বিনোদ বিহারীকে ৫০০ টাকা জরিমানা করেন। এ ঘটনার জের ধরে এসি ল্যান্ডকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে কুড়িগ্রাম জেলার ভুড়–ঙ্গামারীতে বদলি করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ