Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে অনিয়ম রোধে সহায়ক হবে -নুরুল ইসলাম বিএসসি

একতরফা ভাবে বায়রা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু !

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বায়রা কার্যালয়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালুর মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে অনিয়ম রোধে সহায়ক হবে। দশ টি রিক্রুটিং এজেন্সি’র মধ্যে সীমাবদ্ধ না রেখে বায়রার তত্ত¡াবধানে উল্লেখিত ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সকল সদস্যকে সর্ম্পৃক্ত রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। সাধারণ কর্মীদের কথা চিন্তা করে কেউ যাতে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ গ্রহণ করতে না পারে সে ব্যাপারে বায়রাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গতকাল বৃহস্পতিবার বায়রা সচিবালয়ে বায়রা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে প্রবাসী মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি একথা বলেন। বায়রা সভাপতি বেনজীর আহমেদ-এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমইটি’র মহাপরিচালক মো: সেলিম রেজা, বায়রার সাবেক সভাপতি মো: নূর আলী, বায়রার মহাসচিব মো: রুহুল আমিন স্বপন।
বায়রা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালুকে একটি সময়োপযোগী উদ্যোগ উল্লেখ করে প্রবাসী মন্ত্রী বলেন, বেসরকারী উদ্যোক্তাদের মাধ্যমেই সবচেয়ে বেশি কর্মী বিদেশে যাচ্ছে। চলতি বছর দশ লক্ষাধিক কর্মী বিদেশে গেছে। প্রধানমন্ত্রী’র সফল কূটনৈতিক উদ্যোগের পর দীর্ঘ ৯ বছর পর ২০১৬ সালের ১৮ ফেব্রæয়ারী মালয়েশিয়ায় জি টু জি প্লাস প্রক্রিয়ায় কর্মী যাওয়ার সূচনা হয়। গত ১০ মার্চ থেকে এ যাবত প্রায় ১ লাখ কর্মী মালয়েশিয়ায় গেছে। প্রবাসী মন্ত্রী বলেন,প্রবাসী মন্ত্রণালয় আর বায়রা অভিন্ন কিছু না। বায়রা কর্মী প্রেরণে এবং সেবার মান বৃদ্ধিতে আরো ভালো ভালো উদ্যোগ নিবে। তিনি বলেন, নতুন নতুন শ্রমবাজার সন্ধ্যানের মাধ্যমে আগামী বছর যাতে আরো ৫ লাখ কর্মী বেশি বিদেশে যেতে পারে সে ব্যাপারে বায়রাকে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে কর্মী প্রেরণে দালাল মুক্ত সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিএমইটি’র মহাপরিচালক সেলিম রেজা বলেন, বায়রার ওয়ান স্টপ সার্ভিস চালু একটি ভালো উদ্যোগ । বিদেশ গমনেচ্ছু কোনো কর্মী যাতে প্রতারিত না হয় সে দিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। বায়রার সাবেক সভাপতি মো: নূর আলী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের লাল ফিতার দৌরাত্ব এখন অনেক বেশি। এতে মন্ত্রণালয়ের লাল ফিতার দৌরাত্বের কারণে বিদেশ গমনেচ্ছু কর্মীদের বর্হিগমন ছাড়পত্র পেতে সময় বেশি লাগছে। তিনি বলেন,ওয়ান স্টপ সার্ভিস চালুর মাধ্যমে সকলে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের কাজে সর্ম্পৃক্ত হতে পারবে। এদিকে, বায়রার সাবেক মহাসচিব ও আকাশ ভ্রমন ট্রাভেলসের স্বত্বাধিকারী মনছুর আহামেদ কালাম গত ২৭ ডিসেম্বর বায়রার সভাপতি’র কাছে লিখিত বক্তব্যে বায়রার সাধারণ সদস্যদের মতামতকে উপেক্ষা করে একতরফাভাবে ওয়ান স্টপ সার্ভিস চালুর তীব্র বিরোধীতা করেছেন। তিনি বলেন, ২১ ডিসেম্বর বায়রার একটি মতবিনিময় সভা করে সকল সদস্যদের সম্মতিতে ওয়ান স্টপ সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। কিন্ত তা’ না করে অগণতান্ত্রিক ভাবে ওয়ান স্টপ সার্ভিস চালুর এই হীন সিদ্ধান্ত বায়রার ইতিহাসে একটি কলংকজন অধ্যায় হয়ে থাকবে বলেও বায়রার সাবেক মহাসচিব তার চিঠিতে উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ