পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
খুলনায় গ্রাহকদের প্রিপেইড পদ্ধতিতে বিদ্যুৎ বিল আদায়ে জনতা ব্যাংক ও ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর মধ্যে গত বুধবার এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। খুলনা বিভাগীয় কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মুরশেদুল কবীর এবং ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শফিক উদ্দিন ও নির্বাহী পরিচালক রতন কুমার দেবনাথ উপস্থিত ছিলেন। ব্যাংকের খুলনা এরিয়া অফিসের ডিজিএম পরিতোষ কুমার বিশ্বাস এবং ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর সচিব মো. আব্দুল মোতালেব স্বারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। প্রাথমিকভাবে এ সেবা খুলনা এরিয়ার হাজী মহসিন রোড শাখা, মিরেরডাঙ্গা শাখা এবং খালিশপুর শাখার মাধ্যমে প্রদান করা হবে। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।