Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীর ক্ষমতায়নে এজেন্ট ব্যাংকিং প্রশিক্ষণ

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : কোকা-কোলা বাংলাদেশ ২০১৫ সালে বাংলাদেশের গ্রামীন নারীদের অর্থনৈতিক উন্নয়নের পথ তৈরির লক্ষ্যে ইউনাইটেড পারপাসের সহযোগিতায় উইমেন বিজনেস সেন্টার (ডবিøউবিসি) প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের আওতায় গ্রামের নারীদের ব্যাক্তিগত উপার্জন কর্মকাÐের সাথে সম্পৃক্ত করা ও সমাজে অন্যান্য নারীদের উপার্জনমুখী করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পটি ২০১৫ থেকে এখন পর্যন্ত জামালপুর, খুলনা, বাগেরহাট জেলায় কার্যক্রম পরিচালনা করছে এবং ৪০ হাজার নারী উদ্যোক্তার উন্নয়নে অবদান রেখেছে। এখন থেকে ব্যাংক এশিয়া ডবিøউবিসি প্রকল্পে উদ্যোক্তাদের এজেন্ট ব্যাংকিং শিক্ষা প্রদান করবে, যারা ব্যাংকিং এজেন্ট হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার পাশাপাশি আর্থিক ও ব্যাংকিং সেবা গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌছে দেওয়া। সম্প্রতি ব্যাংক এশিয়া ও কোকা-কোলা বাংলাদেশের এই উদ্যোগের সূচনা করার জন্য উইমেন বিজনেস সেন্টার প্রকল্পের সাথে সম্পৃক্ত ২৫ জন সফল নারী উদ্যোক্তাদের কোকা-কোলা তার ময়মনসিংহের ভালুকা কারখানায় আমন্ত্রণ জানায়। ব্যাংক এশিয়ার প্রতিনিধিবৃন্দ তাদেরকে এই এজেন্ট ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন। বর্তমানে ডবিøউবিসি প্রকল্পটির সাথে জড়িত নারী উদ্যোক্তাদের আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাংক এশিয়াকে সম্পৃক্ত করে কার্যক্রম শুরু হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেডের (আইবিপিএল) ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মন্ডল; ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম এবং ইউনাইটেড পারপাসের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর কেট হার্টলিসহ প্রতিষ্ঠানগুলোর উর্ধ্বতন কর্মকর্তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ